Ajker Patrika

জিপিএইচের সম্প্রসারিত প্ল্যান্টে নতুন ফার্নেস স্থাপনের উদ্যোগ

জিপিএইচের সম্প্রসারিত প্ল্যান্টে নতুন ফার্নেস স্থাপনের উদ্যোগ

জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা আজ রোববার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। 

সভার এজেন্ডা অনুযায়ী ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ১৫ টাকা ইস্যু মূল্যে (৫ টাকা প্রিমিয়ামসহ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ইস্যু করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১ কোটি ৯৪ লাখ টাকা মূলধন সংগ্রহ করা হবে এবং এর মাধ্যমে কোম্পানির সম্প্রসারিত প্ল্যান্টে একটি নতুন ফার্নেস স্থাপন করা হবে। 

সভায় রাইট শেয়ার ইস্যুর প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য রাখেন গ্রুপ চেয়ারম্যান এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শেয়ারহোল্ডারবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। 

সভায় আরও উপস্থিত ছিলেন—পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালকদ্বয় শফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমদ। 

সভায় আলোচ্য বিষয়ের ওপর প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) জনাব কামরুল ইসলাম এফসিএ এবং সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও এইচ. এম. আশরাফ-উজ-জামান, এফসিএ, গ্রুপ সিএফও, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার অরুপ চৌধুরী, এফসিএ, পার্টনার আহমেদ জাকের অ্যান্ড কোং, চার্টার্ড একাউনটেন্টস এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত