Ajker Patrika

ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক-গ্রামীণফোন চুক্তি নবায়ন

ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক-গ্রামীণফোন চুক্তি নবায়ন

দীর্ঘ তেরো বছরের সফল পার্টনারশিপের পর ডিজিটালাইজেশন ত্বরান্বিত করার লক্ষ্যে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ডিজিটাল বাংলাদেশের কানেকটিভিটি পার্টনার গ্রামীণফোন ও বাংলাদেশ ব্যাংক।

চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংক দেশের টেক সার্ভিস লিডারের উদ্ভাবনী আইসিটি সলিউশন এবং জিপি মোবিলিটি ব্যবহার করবে। কেন্দ্রীয় ব্যাংকের জন্য সর্বোচ্চ নেটওয়ার্ক সহায়তা নিশ্চিত করবে গ্রামীণফোন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, গ্রামীণফোনের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট নুরুল ফেরদৌস মুসান্না।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক কাজী মো. মনির উদ্দিন এবং যুগ্ম পরিচালক মো. আবুল হাসেম। গ্রামীণফোন থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক-১ খন্দকার রিয়াজ রহমান, হেড অব ফাইন্যান্সিয়াল রেগুলেটর অ্যান্ড ইনস্টিটিউশনাল স্ট্র্যাটেজিক রিলেশনস মোহাম্মদ রেজওয়ান উল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. এরশাদুল ইসলাম ও তাজরিনা আলম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত