Ajker Patrika

হবিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শেভরন বাংলাদেশের

বিজ্ঞপ্তি
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫: ৪৩
Thumbnail image

জীববৈচিত্র্য রক্ষায় হবিগঞ্জে শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের আশপাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। শেভরন বাংলাদেশ ও পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভারস যৌথভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে। 

শেভরন বাংলাদেশ গ্যাস প্ল্যান্টের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে। উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন ধরনের বর্ণিল ফুল, ফল, কাঠ, ঔষধি গাছসহ ৪ হাজারের বেশি উন্নতমানের চারা রোপণ করা হবে। 

দেশীয় প্রজাতিকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচির উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা, বাতাসের গুণগত উন্নয়ন এবং স্থানীয় বন্যপ্রাণীর জন্য খাদ্য ও আশ্রয় দেওয়া। এ ছাড়া রোপণ করা হচ্ছে ১ হাজার ১৫০টি দেবদারুগাছ। দেবদারুগাছ তাদের শব্দ-শোষণকারী গুণাবলির জন্য পরিচিত, শব্দের তীব্রতা কমাতে সাহায্য করবে, যা চারপাশের সহনীয় মাত্রার শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে। 

এই প্রকল্প শুধু সৌন্দর্যবর্ধনের জন্যই নয়, এর স্থায়িত্ব এবং পরিবেশগত তত্ত্বাবধানে প্রতিশ্রুতিবদ্ধ। বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, গাছের স্বাস্থ্য সুরক্ষা এবং গাছের বৃদ্ধি নিশ্চিতে তদারকি করবে গ্রিন সেভারস। 

এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, ‘করপোরেট দায়বদ্ধতা থেকে পরিবেশগত সুরক্ষায় এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে।’ 

শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক এম ওয়াকার বলেন, ‘বৃক্ষরোপণ কার্বন নিঃসারণ কমিয়ে আনতে সাহায্য করে, নিশ্চিত করে সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ভবিষ্যৎ। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান পরিবেশ সুরক্ষায় যেমন অবদান রাখবে, আবার স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখবে। পরিবেশ ও স্থানীয় জনসাধারণের দীর্ঘস্থায়ী উপকার বয়ে আনার লক্ষ্যে গাছগুলোকে নিয়মিত পরিচর্যার বিষয়টি চলমান থাকবে।’ 

স্বাগত বক্তব্যে গ্রিন সেভারসের প্রতিষ্ঠাতা আহসান রনি বলেন, ‘শেভরনের মতো শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান যদি সবুজ বাংলাদেশ গড়তে এবং পরিবেশ রক্ষায় এমন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেয়, তাহলে দেশ হয়ে উঠবে আরও সবুজময়।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, শেভরন বাংলাদেশ থেকে করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশবিদরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত