Ajker Patrika

রেফ্রিজারেটর কিনতে সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৯: ৪৩
রেফ্রিজারেটর কিনতে সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকেরা ঈদুল আজহা উপলক্ষে রেফ্রিজারেটর কেনার জন্য ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই) সুবিধা পাবেন। ব্যাংকের শীর্ষ মার্চেন্ট পার্টনারদের কাছ থেকে রেফ্রিজারেটর কিনলে গ্রাহকেরা ২৪ মাস পর্যন্ত সুদবিহীন এই সুবিধা উপভোগ করতে পারবেন।

সিঙ্গার বাংলাদেশ ব্র্যান্ডের রেফ্রিজারেটরের ওপর সুদ ছাড়াই ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগের পাশাপাশি গ্রাহকেরা বেস্ট ইলেকট্রনিকস, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, স্কয়ার ইলেকট্রনিকস, র‍্যাংগস ইলেকট্রনিকস, ভিশন এম্পোরিয়াম, ইলেকট্রো মার্ট, পিকাবু, ফেয়ার ইলেকট্রনিকস, এমকে ইলেকট্রনিকস, র‍্যাংগস ইন্ডাস্ট্রি, ট্রান্সকম ডিজিটাল ও ওয়ালটন প্লাজার রেফ্রিজারেটর কেনাকাটায় ১২ মাস পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবেন। দারাজ এবং হাউস অব বাটারফ্লাইয়ের পণ্যের ওপর গ্রাহকেরা এই সুবিধা ছয় মাস পর্যন্ত উপভোগ করতে পারবেন।

কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের আনন্দময় অভিজ্ঞতা দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংক একটি স্বয়ংক্রিয় পেফ্লেক্স সিস্টেম চালু করেছে, যা গ্রাহকদের সময় ও শক্তি সাশ্রয়ে ভূমিকা রাখছে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ব্র্যাক ব্যাংক সব সময় বিশেষ উপলক্ষে সেরা অফার নিয়ে আসে। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে আমাদের অফারগুলো পাওয়া যাবে, যেখানে গ্রাহকেরা দুই বছর পর্যন্ত আকর্ষণীয় সুদ ছাড়া ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।’ 

বিস্তারিত জানতে গ্রাহকেরা ২৪-ঘণ্টা কল-সেন্টারের নম্বর ১৬২২১-তে যোগাযোগ করতে পারেন অথবা ব্যাংকের (https://www.bracbank.com/link/payflex-emi-)  এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত