Ajker Patrika

কনকর্ড এন্টারটেইনমেন্ট ও আবুল খায়ের কনডেন্স মিল্ক এন্ড বেভারেজের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৪: ১২
Thumbnail image

সম্প্রতি কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও আবুল খায়ের কনডেন্স মিল্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রচার ও প্রসারের ক্ষেত্রে সহযোগিতামূলক কর্মক্রম পরিচালনা করবে। ফয়েজ লেক এ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে আগত দর্শনার্থীরা স্টারশীপ বেভারেজ পণ্য, অ্যামা কফি, মার্কস মিল্ক পণ্যগুলো সুলভ মূল্যে নিতে পারবে। 

এই অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে অনুপ কুমার সরকার, চিফ মার্কেটিং অফিসার, কনকর্ড গ্রুপ এবং আবুল খায়ের কনডেন্স মিল্ক লিমিটেডের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী এনডিসি (অব.), নির্বাহী পরিচালক এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। 

কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার এই সহযোগিতামূলক চুক্তিটি স্বাক্ষর প্রসঙ্গে বলেন, ‘ফয়েজ লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে আমাদের লক্ষ্য হলো আগত দর্শকদের জন্য দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করা। পার্কের রোমাঞ্চকর রাইড, বিনোদনমূলক শো ও নান্দনিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দর্শকেরা এখন থেকে স্টারশিপ জুস এবং অ্যামা কফিরসহ অন্যান্য পণ্য গ্রহণের সুযোগ পাবে।’ 

আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী এনডিসি (অব.) বলেন, ‘কৌশলগত ব্যবসায়িক অংশীদারত্বের মাধ্যমে আমরা সহজেই কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছাতে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত