Ajker Patrika

আন্তর্জাতিক নারী দিবস পালন করল জেএমআই গ্রুপ

আন্তর্জাতিক নারী দিবস পালন করল জেএমআই গ্রুপ

নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে দেশে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ উৎপাদন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে গত বৃহস্পতিবার জেএমআই গ্রুপের নারী কর্মীদের মাঝে ফুল ও চকলেট বিতরণ করে অভ্যর্থনা জানানো হয়। পরে বিকেলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি কেকও কাটা হয়।

এ সময় জেএমআই বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, এফসিএমএ, জেএমআই গ্রুপের প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) আবদুল্লাহ আল ফারুকী, জেএমআই গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান এ এম মামুনুল ইসলাম, নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ পাল, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. রবিউল আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা মো. আবু হেনা এবং উইন্ডো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শরীফুল ইসলামসহ জেএমআই গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন।

নারী দিবসের আলোচনায় অংশ নিয়ে জেএমআই গ্রুপের শীর্ষ কর্মকর্তারা জানান, শিল্পগ্রুপটির ২৪ বছরের পথচলায় নারী কর্মীরা সব সময় পুরুষদের ন্যায় সমঅধিকার ভোগ করে চলেছেন। নারী হওয়ার কারণে জেএমআই গ্রুপে কোনো কর্মীকে কখনো অবমূল্যায়ন করা হয় না। জেএমআই গ্রুপ বিশ্বাস করে, ক্যারিয়ারের কোনো লৈঙ্গিক বৈশিষ্ট্য নেই এবং একজন যোগ্য ব্যক্তি কখনোই সমতায় ভয় পায় না।

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের কয়েকজন নারী কর্মী শিল্পগ্রুপটিতে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। জেএমআইতে কাজ করতে এসে দ্বিতীয় পরিবার পাওয়ার কথা জানান তারা। জেএমআইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সময় নারী কর্মী হওয়ার কারণে কখনোই তাদের অপমানিত বা বঞ্চিত হতে হয়নি।

উল্লেখ্য, বিদেশিদের সঙ্গে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও বিপণন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা জেএমআই গ্রুপে বর্তমানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তুরস্ক ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগ। জেএমআই গ্রুপের ৪২টি প্রতিষ্ঠানে ৮ হাজারেরও বেশি কর্মী কর্মরত আছেন। নিপ্রো জেএমআই যৌথ বিনিয়োগে দেশে বিশ্বমানের বিভিন্ন জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ উৎপাদন ও বিপণনের মাধ্যমে দেশ-বিদেশে স্বাস্থ্য সেবা দিচ্ছে। পাশাপাশি দেশজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি চাহিদা পূরণে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করে বাজারজাত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত