Ajker Patrika

করোনায় চাকরি হারানো ৩৩১৩ ব্যাংকারের গভর্নরকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২: ২০
করোনায় চাকরি হারানো ৩৩১৩ ব্যাংকারের গভর্নরকে চিঠি

করোনার সময়ে ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে এখনো দ্বারে দ্বারে ঘুরছেন শত শত ব্যাংকার। উপায় না পেয়ে হাইকোর্টে রিট করেছিলেন তাঁরা। সম্প্রতি ব্যাংকারদের পক্ষে রুল জারি করে রিটকারীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালতের রিটের নির্দেশ পাওয়ার পরে গতকাল মঙ্গলবার চাকরি ফিরে পেতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছেন জোরপূর্বক চাকরিচ্যুত ব্যাংকাররা।

গভর্নরের কাছে পাঠানো চিঠি অনুযায়ী, করোনা মহামারিকালে চাকরি থেকে পদত্যাগে বাধ্য এবং ছাঁটাই করা বহুসংখ্যক ব্যাংক কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল চেয়ে নিজ ব্যাংকের এমডি ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসহ গভর্নর বরাবর আবেদন দাখিলের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুতি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মার্কেন্টাইল ব্যাংক থেকে চাকরিচ্যুত মাহবুবুর রহমান বলেন, ‘অনিয়মের জন্য বর্তমানে ব্যাংক খাত প্রতিদিনই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। এর প্রধান কারণ, ব্যাংকারদের চাকরির নিশ্চয়তা না থাকা। অনিয়মকারীরা ব্যাংকারদের চাকরিচ্যুতির হুমকি দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়ে নিচ্ছে।’

উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৯ আগস্ট পর্যন্ত বেসরকারি ৬ ব্যাংকের ৩ হাজার ৩১৩ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়েছেন। এর মধ্যে ‘স্বেচ্ছায়’ পদত্যাগ করেছেন ৩ হাজার ৭০ জন। ১২ কর্মকর্তাকে ছাঁটাই, ২০১ কর্মকর্তাকে অপসারণ এবং ৩০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত