Ajker Patrika

খেলাপিদের ঋণ পরিশোধে বাড়তি সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলাপিদের ঋণ পরিশোধে বাড়তি সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

এককালীন ঋণ সমন্বয় ও খেলাপি ঋণ পরিশোধের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি তালিকায় থাকা ঋণগ্রহীতারা এ সম্পর্কিত আবেদন আগামী ৩১ জুলাই পর্যন্ত করতে পারবেন বলে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এক প্রজ্ঞাপনে জানানো হয়। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানে ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। 

এই আবেদনের সময়সীমা গত ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা ছিল। অনেকেই এ সময়ের মধ্যে আবেদন করতে পারেনি বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য আগ্রহী কিন্তু নির্দিষ্ট সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া খেলাপিদের বাড়তি এ সুযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। 

আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে এ প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের বিবেচনা অনুযায়ী অনেক আগ্রহী গ্রাহক খেলাপি ঋণ পরিশোধ ও অন্যান্য ঋণ সমন্বয়ের জন্য আবেদন ৩০ এপ্রিলের মধ্যে করতে ব্যর্থ হওয়ায় তাদের আবেদনের অতিরিক্ত সুযোগ দেওয়া হয়। বর্ধিত সময় অনুযায়ী ঋণ পরিশোধে আগ্রহী গ্রাহকেরা চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। 

নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ঋণ সমন্বয় ও খেলাপি পরিশোধের আবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য নিষ্পত্তি করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত