Ajker Patrika

এক্সিম ব্যাংককে টপ পারফর্মিং অ্যাওয়ার্ড দিল বিআইবিএম ও জিআইজেড 

এক্সিম ব্যাংককে টপ পারফর্মিং অ্যাওয়ার্ড দিল বিআইবিএম ও জিআইজেড 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের অঙ্গপ্রতিষ্ঠান জিআইজেড কর্তৃক সাসটেইনেবিলিটি রেটিং এ টপ পারফর্মিং ব্যাংক অ্যাওয়ার্ড পেয়েছে এক্সিম ব্যাংক। 

গত ২৮ আগস্ট ঢাকার বিআইবিএম মিলনায়তনে, বিআইবিএম ও জিআইজেড এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত নবম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সে এক্সিম ব্যাংকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া জার্মান ডেভেলপমেন্ট করপোরেশনের প্রধান ফ্লোরিয়ান হেলেনের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত, বিআইবিএম–এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত