নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট বেড়েছে। ডিএসইর পাশাপাশি দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।
আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসই ও সিএসইতে সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে উঠে এসেছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সূচকটি ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। অন্যদিকে দাম কমেছে ১০০টির এবং ৫৪টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।
মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইেত লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে লেনদেনের পরিমাণ বেড়েছে ৪২ কোটি ৪১ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৪৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫৫ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং, রূপালী ইন্স্যুরেন্স এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।
এদিকে, ডিএসইতে মূল্যসূচক ও লেনদেনের বাড়লেও অন্য চিত্র ছিল বীমা কোম্পানিগুলোর ক্ষেত্রে। আগের দিন দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানো অধিকাংশ বীমা কোম্পানির শেয়াররে দাম বুধবার কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে তালিকাভুক্ত ৫০টি বীমা কোম্পানির মধ্যে ৩৬টির দাম কমেছে। আগের দিন এ খাতের ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছিল।
এছাড়া আজ দেশের অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৩ পয়েন্ট। সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনকৃত ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, দাম কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম ।
ঢাকা: দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট বেড়েছে। ডিএসইর পাশাপাশি দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।
আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসই ও সিএসইতে সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে উঠে এসেছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সূচকটি ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। অন্যদিকে দাম কমেছে ১০০টির এবং ৫৪টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।
মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইেত লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে লেনদেনের পরিমাণ বেড়েছে ৪২ কোটি ৪১ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৪৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫৫ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং, রূপালী ইন্স্যুরেন্স এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।
এদিকে, ডিএসইতে মূল্যসূচক ও লেনদেনের বাড়লেও অন্য চিত্র ছিল বীমা কোম্পানিগুলোর ক্ষেত্রে। আগের দিন দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানো অধিকাংশ বীমা কোম্পানির শেয়াররে দাম বুধবার কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে তালিকাভুক্ত ৫০টি বীমা কোম্পানির মধ্যে ৩৬টির দাম কমেছে। আগের দিন এ খাতের ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছিল।
এছাড়া আজ দেশের অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৩ পয়েন্ট। সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনকৃত ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, দাম কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম ।
বিগত সরকারের আমলে বঞ্চিত ৭ হাজার ২১৫ কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক। একসঙ্গে এত কর্মকর্তার পদোন্নতির বিষয় নিয়ে এবার তদন্ত শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। এতে পদবিসহ সুযোগ-সুবিধা হারানোর আতঙ্কে রয়েছেন পদোন্নতি পাওয়া...
৫ ঘণ্টা আগেবিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কোটি কোটি টাকা খরচ করে সম্মেলন করেছে অন্তর্বর্তী সরকার। অথচ এ দেশে আসা এক জাপানি বিনিয়োগকারী চরম প্রতারণা ও বিচারিক দীর্ঘসূত্রতার শিকার হয়ে বিনিয়োগ গুটিয়ে ফিরে যাওয়ার কথা ভাবছেন...
৭ ঘণ্টা আগেএবি ব্যাংকের ৮১৩তম বোর্ড সভায় বিশিষ্ট ব্যাংকার কাইজার এ. চৌধুরী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ. চৌধুরীর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
৮ ঘণ্টা আগেমালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আলোচনা শুরুর আগে বাংলাদেশের ‘অভিযোগ প্রত্যাহার’ চেয়ে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে কুয়ালালামপুর। মানব পাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের র্যাংকিংয়ে উন্নতি আনতে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশকে প্রেরিত এক চিঠিতে বলেছে, ঢাকা থেকে আসা অনেক অভিযোগ ‘ভিত্তিহীন ও অসমর্থিত’..
৮ ঘণ্টা আগে