Ajker Patrika

বিএইচবিএফসি-জনতা ব্যাংকের সমঝোতা স্মারক সই

বিএইচবিএফসি-জনতা ব্যাংকের সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও জনতা ব্যাংক লিমিটেডের (জেবিএল) মধ্যে অনলাইনে অর্থ সংগ্রহ সংক্রান্ত এক সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বুধবার রাজধানীতে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়।

স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ এবং বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান।

বিএইচবিএফসির পক্ষে মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম এবং জেবিএলর পক্ষে মহাব্যবস্থাপক মেহের সুলতানা সমঝোতা স্মারকে সই করেন।

ওই অনুষ্ঠানে বিএইচবিএফসি এবং জেবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান চুক্তিটিকে দুটি প্রতিষ্ঠানের আন্তপ্রাতিষ্ঠানিক ভ্রাতৃত্বের বন্ধন বলে উল্লেখ করেন।

এ চুক্তি সইয়ের ফলে বিএইচবিএফসির গ্রাহকেরা এখন থেকে জনতা ব্যাংকের যেকোনো শাখায় অনলাইনে ঋণের কিস্তি জমা করতে পারবেন। শিগগিরই ব্যাংকটি ‘ই-জনতা’ নামে একটি অ্যাপস চালু করবে। এটি চালু হলে বিএইচবিএফসির গ্রাহক ও সেবাপ্রার্থীরা এর মাধ্যমে অনলাইনে যেকোনো স্থান থেকে যেকোনো জমা তাৎক্ষণিক সম্পন্ন করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত