Ajker Patrika

অগ্রণী ব্যাংকের বসুন্ধরা আবাসিক এলাকা শাখার উদ্বোধন

অগ্রণী ব্যাংকের বসুন্ধরা আবাসিক এলাকা শাখার উদ্বোধন

ব্যাংকিং সেবাকে সম্প্রসারিত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি ‘বসুন্ধরা আবাসিক এলাকা শাখা’ নামে ব্যাংকের ৯৭৯ তম শাখা চালু করেছে। গতকাল রোববার ঢাকার বসুন্ধরায় এই শাখার উদ্বোধন করা হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শাখার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ওয়াহিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও মো. আবুল বাশার। 

অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-১-এর মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, ঢাকা সার্কেল-২-এর মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার ও মহাব্যবস্থাপক (আইডি) শাহীনূর সুলতানা। 

অনুষ্ঠানে বসুন্ধরা আবাসিক এলাকা শাখার ব্যবস্থাপক মারফুল ইসলাম, এভারকেয়ার হাসপাতালের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাইনুর রহমান ভূইঁয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা, গ্রাহকেরা, ব্যবসায়ীরা ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত