Ajker Patrika

এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে এনসিসি ব্যাংক। ঢাকার পূর্বাচল ক্লাব লিমিটেড প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, পূর্বাচল ক্লাবের নির্বাহী সদস্য (প্রশাসন) সৈয়দা ফেরদৌস আলম নীলা এবং নির্বাহী সদস্য (ট্রেজারার) শাহ্ আলমসহ এনসিসি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এ ছাড়াও প্রধান কার্যালয় এবং সকল শাখা ও উপশাখায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যানার প্রদর্শনসহ শাখা পর্যায়ে গ্রাহকদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচির আওতায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভার্চুয়াল সভা আয়োজন করা হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং শাখার ব্যবস্থাপকের অংশ গ্রহণে। 

ব্যাংকের ওয়েব সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ডিজিটাল বিজ্ঞাপন প্রদর্শিত হয়। এ ছাড়া ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দদের বৃক্ষরোপণ কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত