Ajker Patrika

ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ৩০ জুন ২০২৪, ১২: ৫৬
ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম পরিচালনাকারী সব তফসিলি ব্যাংকের প্রতিনিধিদের জন্য ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) গতকাল শনিবার মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদ অর্থায়ন মোকাবিলা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। জেলার এ মালেক কনভেনশন হলে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় ৭০ জনের বেশি ব্যাংক কর্মকর্তা অংশ নেন। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং আর্থিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষামূলক একটি অভিন্ন প্ল্যাটফরমের গুরুত্ব তুলে ধরেন এবং ব্রাহ্মণবাড়িয়ার সব বাণিজ্যিক ব্যাংকের জন্য অনুরূপ একটি প্ল্যাটফরম দেওয়ার জন্য ইবিএলকে ধন্যবাদ জানান। 

বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগের যুগ্ম-পরিচালক মো. আজমল হোসেন এবং মো. মাহমুদুল হক ভূঁইয়া, সহকারী পরিচালক সাদিয়া ইসলাম প্রশিক্ষণ পরিচালনা করেন। তাঁরা মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলাসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং এসব ক্ষেত্রে সাম্প্রতিক ধারা সম্পর্কে বিশদ বক্তব্য দেন। 

কর্মশালায় ইস্টার্ন ব্যাংকের মনিটরিং বিভাগ প্রধান মো. আব্দুল আউয়াল, ডেপুটি ক্যামেলকো মো. শাহজাহান আলী এবং সিলেট ও নারায়ণগঞ্জ অঞ্চলের রিটেইল, এসএমই প্রধান আবু রাসেল মো. মাসুম প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত