Ajker Patrika

‘বেস্ট সিএসআর ব্যাংক’ কৃতিত্ব অর্জন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

‘বেস্ট সিএসআর ব্যাংক’ কৃতিত্ব অর্জন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

‘বেস্ট সিএসআর ব্যাংক’ কৃতিত্ব অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ডসের তরফ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের ক্ষমতায়ন এবং দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন, অগ্রগতি, অর্থনৈতিক পুনর্গঠনে সক্ষম করে তোলার প্রতিশ্রুতির জন্য ব্যাংকটিকে এই স্বীকৃতি প্রদান করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। মহামারি মোকাবিলায় জীবন বাঁচাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি টেকসই অর্থনীতি ও সামাজিক পুনর্গঠনে বিশেষ ভূমিকা রেখেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। 

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের পক্ষ থেকে “বেস্ট সিএসআর ব্যাংক” অ্যাওয়ার্ড পেয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ অত্যন্ত গর্বিত। আমরা আশা করি, সফল পদক্ষেপগুলো করপোরেট সেক্টরে সিএসআর প্রোগ্রাম পরিকল্পনায় সহায়ক হবে।’ 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ কর্তৃক গৃহীত সামাজিক দায়িত্বমূলক বিশেষ উদ্যোগগুলো হলো—প্রতিদিন ৪০০ রোগীকে অক্সিজেন সরবরাহে ৩টি কমিউনিটি হাসপাতালে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপন, গুরুতরভাবে প্রভাবিত কোভিড-১৯ রোগীদের জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা পরিষেবার ব্যবস্থা, ২০২১ সালে ১ লাখ ২৫ হাজার মানুষকে খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সহায়তা প্রদান, সারা দেশে ১০টি স্থানে ডিজিটাল ক্লাসরুম স্থাপন, ২০২১ সালে ১৭০০ জন সুবিধাভোগীর জন্য উপযুক্ত কর্মসংস্থান এবং উদ্যোক্তা সুবিধার ব্যবস্থা করা, তৈরি পোশাক শ্রমিকদের জন্য বেতন বিতরণ ত্বরান্বিত করার লক্ষ্যে বেতন প্রদান প্রক্রিয়া ডিজিটাইজেশন ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত