Ajker Patrika

তিন বিমা প্রতিষ্ঠানের সিইও নিয়োগ নবায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২১: ৪৫
তিন বিমা প্রতিষ্ঠানের সিইও নিয়োগ নবায়ন

তিনটি সাধারণ বিমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনরায় নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নিয়োগপ্রাপ্তরা হলেন প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের আ. হামিদ, সিটি ইনস্যুরেন্স পিএলসির শামীম হোসেন এবং বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স লিমিটেডের সানা উল্লাহ।

আইডিআরএ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টদের মেয়াদ তিন বছর করে নবায়ন করা হয়েছে। প্রাইম ইনস্যুরেন্সের আ. হামিদের মেয়াদ ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩১ মে পর্যন্ত। সিটি ইনস্যুরেন্সের শামীম হোসেনের মেয়াদ ২০২৫ সালের ২ জুলাই থেকে ২০২৮ সালের ১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের সানা উল্লাহর মেয়াদ ২০২৫ সালের ১৬ মে থেকে ২০২৮ সালের ১৫ মে পর্যন্ত।

এ ছাড়া ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানিতে উপদেষ্টা হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাজ্জাদুল হক। তাঁর দুই বছরের মেয়াদ ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২১ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত