Ajker Patrika

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. নুরুল আকতার। 

অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি জি এম রাশেদ। সিইও এস এম জিয়াউল হক, এফএলএমআই, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানির শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা করা হয় ও ভোটের মাধ্যমে আলোচ্য বিষয়গুলো অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা বক্তব্যে কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সেই সঙ্গে আগামীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত