Ajker Patrika

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজী সানাউল হক

নিজস্ব প্রতিবেদক
রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজী সানাউল হক

ঢাকা: কর্মসংস্থান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হককে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁকে আগামী তিন বছরের জন্য রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে সানাউল হককে তাঁর যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদানের নিমিত্তে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র কাছে পাঠানো আদেশে আরও বলা হয়, কাজী সানাউল হকের রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত