নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতি ও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জ সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন। ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল এ বাজেট দেশের ৫১তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন সময়ে তাঁর চতুর্থ বাজেট পেশ করলেন যখন বিশ্ব অর্থনীতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং একইসঙ্গে কোভিড-১৯ মহামারি থেকে অর্থনীতির পুনরুদ্ধার গতিও মন্থর।
নতুন অর্থবছরের বাজেটে বড় ঘাটতি মেটাতে বিপুল অঙ্কের ঋণের ওপর নির্ভর করতে হবে সরকার। এই ঋণের প্রায় অর্ধেকই নেওয়া হবে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে। বিদেশি ঋণের পরিমাণও প্রায় সমান।
প্রস্তাবিত বাজেটে সরকার ব্যাংক থেকে ঋণ গ্রহণের লক্ষ্য বাড়িয়েছে। এ বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ দশমিক ৪ শতাংশ। ঘাটতি মেটাতে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকার ব্যাংক ঋণ নেবে সরকার। এই ঋণের পরিমাণ চলতি অর্থবছরের (২০২১-২২) চেয়ে ২৯ হাজার ৮৮২ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণই থাকছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। আর সব মিলিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ঋণ নেওয়া হবে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা।
অন্যদিকে বৈদেশিক ঋণ নেওয়া হবে ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা। আর বৈদেশিক ঋণের সুদ বাবদ দিতে হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। সে হিসাবে নিট বৈদেশিক ঋণ নেওয়া হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। চলতি অর্থবছরের (২০২১-২২) বাজেটে যা আছে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকে গত ৩০ মে পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ২৯ হাজার ১০৭ কোটি টাকা। তবে এ সময়ে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি। উল্টো আগের নেওয়া ঋণের ২ হাজার ৬৫৭ কোটি টাকা পরিশোধ করেছে। এতে চলতি অর্থবছরের ৩০ মে পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৫০ কোটি টাকা। যেখানে পুরো অর্থবছরে সরকারের ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার কথা।
এদিকে ঘাটতি পূরণে এবারই প্রথম দেশের ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। সঞ্চয়পত্র থেকেও ধারের পরিমাণ গত বছরের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে।
ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং খাত থেকে ১ হাজার ৬ কোটি ৩৩৪ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৫ হাজার ১ কোটি টাকা ঋণ নেবে সরকার।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
যেখানে চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে ব্যাংকিং খাত থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ছিল। আর সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছিল ৩২ হাজার কোটি টাকা।
এই সম্পর্কিত পড়ুন:
বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতি ও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জ সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন। ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল এ বাজেট দেশের ৫১তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন সময়ে তাঁর চতুর্থ বাজেট পেশ করলেন যখন বিশ্ব অর্থনীতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং একইসঙ্গে কোভিড-১৯ মহামারি থেকে অর্থনীতির পুনরুদ্ধার গতিও মন্থর।
নতুন অর্থবছরের বাজেটে বড় ঘাটতি মেটাতে বিপুল অঙ্কের ঋণের ওপর নির্ভর করতে হবে সরকার। এই ঋণের প্রায় অর্ধেকই নেওয়া হবে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে। বিদেশি ঋণের পরিমাণও প্রায় সমান।
প্রস্তাবিত বাজেটে সরকার ব্যাংক থেকে ঋণ গ্রহণের লক্ষ্য বাড়িয়েছে। এ বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ দশমিক ৪ শতাংশ। ঘাটতি মেটাতে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকার ব্যাংক ঋণ নেবে সরকার। এই ঋণের পরিমাণ চলতি অর্থবছরের (২০২১-২২) চেয়ে ২৯ হাজার ৮৮২ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণই থাকছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। আর সব মিলিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ঋণ নেওয়া হবে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা।
অন্যদিকে বৈদেশিক ঋণ নেওয়া হবে ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা। আর বৈদেশিক ঋণের সুদ বাবদ দিতে হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। সে হিসাবে নিট বৈদেশিক ঋণ নেওয়া হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। চলতি অর্থবছরের (২০২১-২২) বাজেটে যা আছে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকে গত ৩০ মে পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ২৯ হাজার ১০৭ কোটি টাকা। তবে এ সময়ে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি। উল্টো আগের নেওয়া ঋণের ২ হাজার ৬৫৭ কোটি টাকা পরিশোধ করেছে। এতে চলতি অর্থবছরের ৩০ মে পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৫০ কোটি টাকা। যেখানে পুরো অর্থবছরে সরকারের ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার কথা।
এদিকে ঘাটতি পূরণে এবারই প্রথম দেশের ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। সঞ্চয়পত্র থেকেও ধারের পরিমাণ গত বছরের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে।
ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং খাত থেকে ১ হাজার ৬ কোটি ৩৩৪ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৫ হাজার ১ কোটি টাকা ঋণ নেবে সরকার।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
যেখানে চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে ব্যাংকিং খাত থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ছিল। আর সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছিল ৩২ হাজার কোটি টাকা।
এই সম্পর্কিত পড়ুন:
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনায় বসছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে এই সংলাপ।
৭ ঘণ্টা আগেহংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাকশিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা
৭ ঘণ্টা আগেসরকারের ৩০০ প্রকৌশলীর আয়কর ফাঁকির তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এর মধ্যে এলজিইডির ৩০ জন এবং সড়ক ও জনপথের ১০ জন। বাকিরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত, পিডিবি, ওয়াসা, বিভিন্ন সিটি করপোরেশনসহ সরকারি অন্যান্য দপ্তরে কর্মরত রয়েছ
১০ ঘণ্টা আগেপুঁজিবাজার সংশ্লিষ্টদের সজাগ থাকা এবং সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ‘পুঁজিবাজারে ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তির জন্য আমরা কাজ করছি। কিছু সরকারি মালিকানাধীন কোম্পানির তালিকা করে তাদের সঙ্গে বসছি আমরা। সরকা
১০ ঘণ্টা আগে