Ajker Patrika

চীনের নিষেধাজ্ঞায় বিশ্বে বেড়েছে গ্যালিয়ামের দাম, রপ্তানিতে অচলাবস্থা 

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৪: ০৫
চীনের নিষেধাজ্ঞায় বিশ্বে বেড়েছে গ্যালিয়ামের দাম, রপ্তানিতে অচলাবস্থা 

সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অন্যতম প্রয়োজনীয় ধাতু গ্যালিয়াম। সম্প্রতি গ্যালিয়ামসহ বেশ কয়েকটি বিরল ধাতু রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে চীন সরকার। আর এতে প্রয়োজনীয় এই ধাতুটির দাম বিশ্ব বাজারে বিগত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সব মিলিয়ে নিষেধাজ্ঞা এবং দাম বাড়ার কারণে গ্যালিয়াম রপ্তানিতে অচলাবস্থা দেখা দিয়েছে। 

চীন সরকার আরোপিত নিষেধাজ্ঞা গত ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুসারে এখন থেকে চীনা গ্যালিয়াম রপ্তানিকারকেরা ধাতুটি রপ্তানি করতে চাইলে চীন সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। ব্যবসায়ীদের আশঙ্কা, এতে করে পুরো অনুমতির বিষয়টি পরিষ্কার হতে হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, যার ফলে রপ্তানিও বিলম্বিত হবে। 

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি আগস্ট তো বটেই, আগামী কয়েক মাস বিশ্ববাজারে গ্যালিয়ামের সরবরাহ চীনের নতুন নিষেধাজ্ঞার কারণে কম থাকতে পারে। বাজার গবেষণা সংস্থা ফাস্টমার্কেট জানিয়েছে, এরই মধ্যে গত জুলাই মাসে চীন নিষেধাজ্ঞা আরোপের পর গ্যালিয়ামের দাম ৫০ শতাংশ বেড়ে গেছে। 

গ্যালিয়ামের বাজারের ওপর চীনা নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উহান টোউকাই টেকনোলজি কোম্পানির গ্লোবাল সেলস অ্যান্ড স্ট্র্যাটেজির পরিচালক ড্যান ম্যানাইজ বলেছেন, ‘বিশ্বের অধিকাংশ ভোক্তা দেশের কাছেই এই পণ্যের মজুত রয়েছে ফলে তারা হয়তো স্বল্প মেয়াদে এই সংকট কাটিয়ে উঠতে পারবে। তবে চীন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও কঠোর করলে সরবরাহের ক্ষেত্রে সত্যিকার উদ্বেগ দেখা দেবে এবং এর ফলে দাম বাড়তে পারে পণ্যটির।’ 
 
চীন গত জুলাই মাসে গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্লেষকেরা চীনের এই নিষেধাজ্ঞাকে চীনের ওপর আরোপিত মার্কিন প্রযুক্তি খাতসংশ্লিষ্ট নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে বিবেচনা করছেন। তবে চীনের এই উদ্যোগ বিশ্ববাজারে উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ, ইউরোপীয় ইউনিয়নের দেওয়া তথ্য বলছে, চীন এককভাবে বিশ্বের ৯৪ শতাংশ গ্যালিয়াম বা পরিশোধন বা রিফাইন করে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত