Ajker Patrika

লভ্যাংশ বিতরণে অনিয়ম, ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৯: ০৭
লভ্যাংশ বিতরণে অনিয়ম, ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব

লভ্যাংশ ঘোষণা করেও নির্ধারিত সময়ের মধ্যে সর্বশেষ হিসাব বছরের বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানি। এসব কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানির সচিবকে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

আজ শনিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল রোববার সকাল ১০টায় কমিশন ভবনে মিটিং রুমে কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে লভ্যাংশ বিতরণ না করার বিষয়ে জানতে চাওয়া হবে। 

কোম্পানিগুলো হলো—লুব-রেফ বাংলাদেশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডাইং, ফরচুন সুজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, অ্যাডভেন্ট ফার্মা, খুলনা পাওয়ার, লিবরা ইনফিউশন, প্যাসিফিক ডেনিমস ও ইউনিয়ন ইনস্যুরেন্স। 

বিএসইসি সূত্রে জানা যায়, সর্বশেষ হিসাব বছরে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা বিতরণ করেনি। কী কারণে কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দেয়নি, সেই বিষয়ে সভায় জানবে কমিশন। সংগতিপূর্ণ কারণ থাকলে দ্রুত লভ্যাংশ বিতরণের নির্দেশ দেওয়া হবে। 
 
এরপরেও যদি কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়, তাহলে কোম্পানির পর্ষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএসইসি। এই বার্তা দিতেই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকা হয়েছে। 

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় সিকিউরিটিজ কমিশন ভবনে আপনার কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিতরণের পরিস্থিতি সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাসঙ্গিক নথি, দাখিল ও প্রস্তাবনাসহ উপস্থিত হতে অনুরোধ করা যাচ্ছে।’ 

যেসব কোম্পানি ঠিক সময়ে লভ্যাংশ প্রদান করে না, সেসব কোম্পানি বিরুদ্ধে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছে বর্তমান কমিশন। এরই অংশ হিসেবে লভ্যাংশ না দেওয়ায় গত ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোকে জেড শ্রেণিতে স্থানান্তর করা হচ্ছে। এর জন্য পুঁজিবাজারে বেশ নেতিবাচক প্রভাবও পড়েছে। এর মধ্যে বেশ কিছু কোম্পানি লভ্যাংশ বিতরণ করায় শ্রেণি উন্নীত করা হয়েছে। 

বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং পুঁজিবাজারের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কমিশন কাজ করছে। স্বল্প সময়ের মধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও টাস্কফোর্স গঠনের মাধ্যমে পুঁজিবাজারে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কার করা হবে। শিগগিরই আমরা উন্নত পুঁজিবাজার দেখতে পাব বলে প্রত্যাশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত