Ajker Patrika

আলু-পেঁয়াজ-ডিমের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা-অধিকারের অভিযানকে সাধুবাদ জানাল ক্যাব

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৫৫
আলু-পেঁয়াজ-ডিমের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা-অধিকারের অভিযানকে সাধুবাদ জানাল ক্যাব

আলু, পেঁয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে স্বাগত জানিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

আজ রোববার ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তিনটি পণ্য আলু, পেয়াঁজ ও ডিম সরকার নির্ধারিত মূল্যে আনার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে ক্যাবের পক্ষ থেকে সাধুবাদ।’ 

সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হওয়ায় গতকাল শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান মুন্সিগঞ্জে আলুর হিমাগারে অভিযান চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর ও পুলিশ সুপার মো. আসলাম খান। 

মুন্সিগঞ্জে হিমাগারে ১০ হাজার বস্তা আলু সংরক্ষণ করেন এক ব্যবসায়ী। আলু ব্যবসায়ীর কথায় অসংহতি থাকায় এবং পাকা রসিদ ছাড়া আলু বিক্রি করায় তাঁর ১০ হাজার বস্তা আলু জব্দ করা হয় এবং ২৭ টাকা মূল্যে বিক্রি করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘দেশে আলুর কোনো ঘাটতি নেই। একটি অদৃশ্য হাত আলুর বাজারকে অস্থির করে তোলার চেষ্টা করছেন।’ 

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে ক্যাবের পক্ষ থেকে দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত