Ajker Patrika

ঈদে ইমোর নতুন ফিচার ‘অ্যানুয়াল রিপোর্ট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ঈদের উৎসবমুখর পরিবেশে সবাইকে আরও কাছাকাছি রাখতে আগামী ২০ এপ্রিল নতুন ‘অ্যানুয়াল রিপোর্ট’ ফিচার উন্মোচন করবে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় অডিও/ভিডিও কল ও ম্যাসেজিং অ্যাপ ইমো।

সবাইকে একত্রিত করার এবং তাঁদের মুহূর্তগুলো স্মরণীয় করে তুলতে নতুন এ উদ্যোগ বলে জানিয়েছে সংস্থাটি। নতুন এ ফিচারের মাধ্যমে ইমো ব্যবহারকারীরা তাঁদের প্রিয়জনদের গত ‘অ্যানুয়াল রিপোর্ট’ পাঠাতে পারবেন।

এ ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে ইমো টিমের পাঠানো ‘অ্যানুয়াল রিপোর্টে’র লিংকে ক্লিক করতে হবে। যার মাধ্যমে গত বছরের সর্বমোট কল, কাকে সবচেয়ে বেশি কল করা হয়েছে এবং কার সঙ্গে বেশি চ্যাট করা হয়েছে এমন সব বিষয় জানা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইমোতে গত বছরের মুহূর্তগুলোতে ফিরে যেতে পারবেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে সঙ্গে মুহূর্তগুলো বন্ধু ও পরিবারের সদস্যসহ কাছের মানুষদের পাঠাতে পারবেন।

নতুন ফিচার নিয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ‘সকল পর্যায়ে যোগাযোগকে সমৃদ্ধ করতে ইমোতে আমরা অর্থবহ উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি। আমাদের প্রত্যাশা, ইমোর নতুন অ্যানুয়াল রিপোর্ট ফিচার ব্যবহারকারীদের ঈদ উদ্যাপনে নতুন মাত্রা যোগ করবে এবং উৎসবকে আরও অর্থবহ করে তুলবে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ককে আরও সুরক্ষিত ও সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করে ইমো, নতুন এ ফিচার সে প্রতিশ্রুতিরই অংশ।’

ঈদ উৎসবে নতুন মাত্রা যুক্ত করার পাশাপাশি অনলাইন পরিসরকে সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত করে তুলতে ইমো কাজ করে যাচ্ছে বলে জানান কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত