নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস (জুলাই-ফেব্রুয়ারি) শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার কোটি টাকা কম হয়েছে। যদিও আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য প্রবৃদ্ধি হয়েছে, তবে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। এর আগে, ডিসেম্বর পর্যন্ত ছয় মাস শেষে ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮ হাজার কোটি টাকা। অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়নি।
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি কমে গেছে, ফলে রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে। এ ছাড়া কিছু নীতিগত সংস্কার ও ব্যবসায়িক পরিবেশের কারণে রাজস্ব সংগ্রহে ধীরগতি দেখা গেছে।
এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি ২১ লাখ টাকা, তবে আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি ৯ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৪২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় ছিল ২ লাখ ১৭ হাজার ৯৭১ কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরে ১ দশমিক ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রাথমিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মাঝপথে তা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়।
গবেষণা ও পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৬৪ হাজার ৪৩৯ কোটি টাকা; গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৬৫ হাজার ২৮৮ কোটি টাকা। অর্থাৎ আদায় কমেছে ১ দশমিক ৩০ শতাংশ কম।
স্থানীয় পর্যায়ে ভ্যাট বা মূসক ও আবগারি শুল্ক খাতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮৪ হাজার ২২৩ কোটি টাকা; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮২ হাজার ৪০২ কোটি টাকা। রাজস্ব আদায় বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ।
অপর দিকে আয়কর ও ভ্রমণ খাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে আদায় হয়েছে ৭৩ হাজার ১৫৪ কোটি টাকা; যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ৭০ হাজার ২৮০ কোটি টাকা। এ হিসাবে আদায় বেড়েছে ৪ দশমিক ০৯ শতাংশ।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস (জুলাই-ফেব্রুয়ারি) শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার কোটি টাকা কম হয়েছে। যদিও আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য প্রবৃদ্ধি হয়েছে, তবে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। এর আগে, ডিসেম্বর পর্যন্ত ছয় মাস শেষে ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮ হাজার কোটি টাকা। অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়নি।
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি কমে গেছে, ফলে রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে। এ ছাড়া কিছু নীতিগত সংস্কার ও ব্যবসায়িক পরিবেশের কারণে রাজস্ব সংগ্রহে ধীরগতি দেখা গেছে।
এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি ২১ লাখ টাকা, তবে আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি ৯ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৪২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় ছিল ২ লাখ ১৭ হাজার ৯৭১ কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরে ১ দশমিক ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রাথমিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মাঝপথে তা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়।
গবেষণা ও পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৬৪ হাজার ৪৩৯ কোটি টাকা; গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৬৫ হাজার ২৮৮ কোটি টাকা। অর্থাৎ আদায় কমেছে ১ দশমিক ৩০ শতাংশ কম।
স্থানীয় পর্যায়ে ভ্যাট বা মূসক ও আবগারি শুল্ক খাতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮৪ হাজার ২২৩ কোটি টাকা; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮২ হাজার ৪০২ কোটি টাকা। রাজস্ব আদায় বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ।
অপর দিকে আয়কর ও ভ্রমণ খাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে আদায় হয়েছে ৭৩ হাজার ১৫৪ কোটি টাকা; যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ৭০ হাজার ২৮০ কোটি টাকা। এ হিসাবে আদায় বেড়েছে ৪ দশমিক ০৯ শতাংশ।
পথচলার এক যুগে পদার্পণ করল বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা। সাফল্যগাথা ১১টি বছর পেরিয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ২০২৫ ইউএস-বাংলা এয়ারলাইনস ১২তম বর্ষে পা রাখল। একাদশ বর্ষপূর্তি উপলক্ষে সব শুভানুধ্যায়ীকে ইউএস-বাংলা জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
২ ঘণ্টা আগেবাংলাদেশের তরুণদের আর্থিক লেনদেন আরও সহজ করতে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান পাঠাও পে যৌথভাবে একটি রিয়েল টাইম কম্পেনিয়ন প্রিপেইড কার্ড চালু করার ঘোষণা দিয়েছে। এই কার্ডগুলো বিশেষভাবে তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে, যা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়
৩ ঘণ্টা আগেগবেষণা ও উন্নয়ন প্রকল্প, জ্ঞানবিনিময় ও কর্মশালা, ইন্টার্নশিপ প্রোগ্রাম, চাকরির বিজ্ঞপ্তি ও রেফারেল, চাকরি মেলা আয়োজন ও অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১২ জুলাই বুয়েটের উপাচার্যের দপ্তরে এই চুক্তি স্বা
৩ ঘণ্টা আগেদুর্যোগকালীন টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবস্থাপনা ও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে
৩ ঘণ্টা আগে