Ajker Patrika

ডলার সংকট: দেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন সীমিত বা সাময়িক বন্ধ হতে পারে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৭: ৫৭
Thumbnail image

ডলার সংকটের কারণে ফেসবুকে বাংলাদেশ থেকে বিজ্ঞাপন সীমিত বা বন্ধ থাকতে পারে বলে বাংলাদেশে মেটার বিজ্ঞাপনী এজেন্ট এইচটিটিপুল গ্রাহকদের জানিয়েছে।

এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বাংলাদেশে মেটার পরিষেবা সাময়িকভাবে পাওয়া যাবে না অথবা সীমিত থাকবে। ডলার–সংকট ও বিদেশে টাকা পাঠানো নিয়ে জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে বাংলাদেশের গ্রাহকেরা এইচটিটিপুলের মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন। বিশেষ করে এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর ব্যবসা প্রতষ্ঠান প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।

চিঠিতে এইচটিটিপুল বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে ফেসবুকে গ্রাহকদের জন্য তাদের প্রস্তাবিত বিজ্ঞাপনের জায়গা সীমিত হয়ে যাবে। এতে গ্রাহকদের আসন্ন ক্যাম্পেইনের জন্য বিজ্ঞাপনের জায়গা সীমিত হয়ে যেতে পারে। এ ছাড়া কোনো কোনো গ্রাহকের চলমান বা অনাগত প্রচার কার্যক্রম বন্ধ বা বাতিল করা হতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে এইচটিটিপুল জানিয়েছে, সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটি কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত