Ajker Patrika

চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন কোম্পানিকে ব্যবসা বন্ধ করার নির্দেশ হংকং হাইকোর্টের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৫: ৪২
চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন কোম্পানিকে ব্যবসা বন্ধ করার নির্দেশ হংকং হাইকোর্টের

চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন কোম্পানি চায়না এভারগ্রান্ডেকে ব্যবসায় বন্ধ করতে নির্দেশ দিয়েছে হংকংয়ের হাইকোর্ট। এমন এক সময়ে এই আদেশ দেওয়া হলো, যখন ঋণ সংকটের কারণে ধুঁকতে থাকা চীনা আবাসন খাত নিয়ে চিন্তিত। সম্ভবত চীনা নীতিনির্ধারকেরা এই সংকট কাটিয়ে ওঠার জন্যই এমন কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন কোম্পানি এভারগ্রান্ডের ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি দায় আছে। প্রতিষ্ঠানটি বন্ড পরিশোধে ব্যর্থ হওয়ার পর এবং বিগত দুই বছরেও সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বিষয়টি নিয়ে বেশ কয়েক দফায় আদালতে শুনানির পর হংকং হাইকোর্টের বিচারপতি লিন্ডা চ্যান প্রতিষ্ঠানটির ব্যবসায় বন্ধ করার নির্দেশ দেন। 

স্থানীয় সময় আজ সোমবার এক রায়ে লিন্ডা চ্যান বলেন, ‘আদালতের জন্য এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’ তবে এই বিষয়ে তিনি এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেননি। 

এই রায়ের পর এভারগ্রান্ডের প্রধান নির্বাহী সিউ শন চীনা গণমাধ্যমকে বলেছেন, আদালতের এই আদেশের পরও যেসব প্রকল্পের কাজ চলমান, সেগুলো গ্রাহকদের কাছে বিতরণের বিষয়টি নিশ্চিত করবে তাঁর কোম্পানি। তিনি আরও বলেছেন, হংকং হাইকোর্টের এই আদেশ দেশের ভেতরে ও বাইরে এভারগ্রান্ডের অন্যান্য যেসব ইউনিট আছে সেগুলোর কার্যক্রমকে প্রভাবিত করবে না। 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এভারগ্রান্ডের মোট সম্পদ ২৪০ বিলিয়ন ডলার অথচ প্রতিষ্ঠানটির দায়ই আছে ৩০০ বিলিয়ন ডলারের বেশি। ২০২১ সাল থেকেই এই প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার আশঙ্কায় ছিল। পরে দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কায় প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রেরও সহায়তা চেয়েছিল। বিশ্লেষকেরা বলছেন, হংকং হাইকোর্টের এই রায় চীনের শেয়ার বাজার ও আবাসন খাতকে আরও বড় ধাক্কা দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত