নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়লা সংকটে এক মাসের বেশি সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে আবারও রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় চালু করতে ইতিমধ্যে ৩০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি কয়লা আমদানি করতে পর্যাপ্ত ডলার না থাকায় গত ১৪ জানুয়ারি থেকে বন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদন।
বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির (বিআইএফপিসিএল) আওতায় নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘৯ ফেব্রুয়ারি আমরা ৩০ হাজার টন কয়লা আমদানি করেছি। একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি আরও ৫০ হাজার টনের আরেকটি কয়লার চালান আসবে। কয়লার সংকট কেটে যাওয়ায় আমরা আগামীকাল বুধবার থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মৈত্রী বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হলেও বাগেরহাটের রামপালে অবস্থিত হওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নামেই বেশি পরিচিত।
ডলার সংকটের কারণে কয়লা আমদানি করতে না পারায় বিদ্যুৎ উৎপাদন কয়েক দফা পিছিয়ে গিয়ে গত বছরের ১৭ ডিসেম্বর বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট উৎপাদন কার্যক্রম শুরু করে।
কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট চালু করতে প্রতিদিন ৫ হাজার টন কয়লার দরকার হয়।
গত ১৪ জানুয়ারি থেকে কয়লার অভাবে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার আগে মোট দেড় লাখ টন কয়লা আমদানি করা হয়েছিল।
কয়লা সংকটে এক মাসের বেশি সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে আবারও রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় চালু করতে ইতিমধ্যে ৩০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি কয়লা আমদানি করতে পর্যাপ্ত ডলার না থাকায় গত ১৪ জানুয়ারি থেকে বন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদন।
বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির (বিআইএফপিসিএল) আওতায় নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘৯ ফেব্রুয়ারি আমরা ৩০ হাজার টন কয়লা আমদানি করেছি। একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি আরও ৫০ হাজার টনের আরেকটি কয়লার চালান আসবে। কয়লার সংকট কেটে যাওয়ায় আমরা আগামীকাল বুধবার থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মৈত্রী বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হলেও বাগেরহাটের রামপালে অবস্থিত হওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নামেই বেশি পরিচিত।
ডলার সংকটের কারণে কয়লা আমদানি করতে না পারায় বিদ্যুৎ উৎপাদন কয়েক দফা পিছিয়ে গিয়ে গত বছরের ১৭ ডিসেম্বর বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট উৎপাদন কার্যক্রম শুরু করে।
কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট চালু করতে প্রতিদিন ৫ হাজার টন কয়লার দরকার হয়।
গত ১৪ জানুয়ারি থেকে কয়লার অভাবে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার আগে মোট দেড় লাখ টন কয়লা আমদানি করা হয়েছিল।
শ্রম সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, সংগঠনের অধিকার, শ্রম আদালতের সংস্কারসহ ২৫টি মূল খাতে সুপারিশ করেছে। কমিশনের মতে, এসব সুপারিশ বাস্তবায়ন হলে বাংলাদেশে শ্রমিক অধিকার ও কল্যাণে এক ঐতিহাসিক অগ্রগতি সাধিত হবে।
২ মিনিট আগেদেশে প্রতিবছর কর ইনসেনটিভ (ভর্তুকি) ও কর ব্যয় নিয়ে নানা অনাচার হয়। রাজনৈতিক উদ্দেশ্যে বিশাল অঙ্কের টাকা কর ভর্তুকি দেওয়া হয়। সরকারকে এসব বন্ধ করতে হবে। বিদ্যুতের মতো জায়গায় কোনোভাবেই করের টাকায় ভর্তুকি দেওয়া উচিত হবে না। সর্বোপরি দেশের স্বার্থে কর সিস্টেমসহ দেশের সামগ্রিক আর্থিক লেনদেন ডিজিটাল...
২৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন বেসরকারি ইকুইটি খাত থেকে ধীরে ধীরে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে চীনা রাষ্ট্রায়ত্ত ফান্ডগুলো। একসময় শত শত কোটি ডলার বিনিয়োগ করা এসব তহবিল এখন নতুন করে যুক্তরাজ্য, সৌদি আরব ও ইউরোপের অন্যান্য দেশে অর্থ স্থানান্তর করছে।
৩০ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের খগড়ের কারণে এখনো অস্থির হয়ে আছে বিশ্ববাজার। এর ফলে, আজ সোমবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের মান পড়ে গেছে বেশ খানিকটা। ফলে, পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
১ ঘণ্টা আগে