Ajker Patrika

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ২৯ জুলাই

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২৩: ৩৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ জুলাই। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠক সরাসরি নয়, ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকটি চলবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। আড়াই ঘণ্টার এ বৈঠকে দুই দেশের মনোনীত প্রতিনিধিরা আগেভাগেই প্রস্তুত করা খসড়া প্রস্তাবের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং শুল্ক ইস্যুতে জোরালো দর-কষাকষিতে অংশ নেবেন।

বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের (ইউএসটিআর) সঙ্গে এই আলোচনা হবে মূলত টেকনিক্যাল ফরমেটে, কিন্তু এর কূটনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব অত্যন্ত উচ্চমাত্রার। তাঁরা বৈঠকটি ভার্চুয়ালি করার প্রস্তাব দিলেও আমরা চেষ্টা করছি যেন সশরীরে গিয়ে আলোচনা করা যায়।’

এর আগে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৈঠকের সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ জুলাইয়ের কথা বলেছিলেন। তবে পরে তারিখ পরিবর্তন করে ২৯ জুলাই নির্ধারণ করা হয়।

বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হওয়ার আর মাত্র দুই দিন বাকি থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের সিদ্ধান্ত জানান। এতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ৫০ শতাংশ শুল্ক বসতে পারে, যা দেশটির বাজারে রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের ধাক্কা হবে।

এরই মধ্যে পাল্টা শুল্ক নিয়ে দুই দফা আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। ফলে এই চূড়ান্ত দফার আলোচনাকেই ‘শেষ মুহূর্তের সুযোগ’ হিসেবে দেখা হচ্ছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ কতটা আশাবাদী, এ প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা প্রত্যাশা করছি ভালো কিছু হবে। যা যা করণীয়, তা আমরা করছি। আমাদের কাছে মনে হচ্ছে, ভালো কিছু আসবে ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত