Ajker Patrika

২০২৪-২৫ অর্থবছরে সংসদের জন্য ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২৪, ২২: ০০
২০২৪-২৫ অর্থবছরে সংসদের জন্য ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা বাজেট অনুমোদন

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩৪৭ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। 

জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, কমিশন সভায় সংসদ সচিবালয়ের নতুন অর্থবছরের বাজেট অনুমোদন ও চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জন্য ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। সংশোধিত বাজেটে ১৩ কোটি টাকার মতো কমিয়ে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে চলতি অর্থবছরের বাজেটের তুলনায় নতুন অর্থবছরের বাজেট ১০ কোটির মতো বেড়েছে।

বৈঠকে ’২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ’২৬-২৭ অর্থবছরে ৪২০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। 

বৈঠক ‍সূত্রে জানা গেছে, কমিশন সভায় আপ্যায়নসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ বর্তমানের চেয়ে ৫০ টাকা করে বেড়েছে। বৈঠকে গত বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করেছে। 

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশন সভায় কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে যোগদান করেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত