Ajker Patrika

তারল্যসংকট: এক দিনে ২৩ হাজার কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫০
তারল্যসংকট: এক দিনে ২৩ হাজার কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে এমনিতেই তারল্যসংকটে আছে ব্যাংকগুলো। এর মধ্যেই দৈনন্দিন খরচ মেটাতে সরকারকে ঋণ দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নগদের ঘাটতি পূরণে কলমানি মার্কেট থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদি ঋণ নিচ্ছে।

গত বুধবার এক দিনেই ২৩ হাজার ২৪০ কোটি টাকা ধার নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো গেছে। ১ থেকে ১৪ দিন মেয়াদে এই ঋণের বিপরীতে ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত সুদ আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সরকারের আর্থিক হিসাবে ঘাটতি দেখা দিয়েছে, যা দেশের স্বাধীনতার ইতিহাসে প্রথম। আবার বাংলাদেশ ব্যাংক সরকারকে গত অক্টোবর মাস থেকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। 

‘এসবের নেতিবাচক প্রভাব সমগ্র অর্থনীতির ওপর পড়েছে। এটা সামলাতে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, যার ফলে অনেক বাণিজ্যিক ব্যাংকে তারল্যসংকট দেখা দিয়েছে।’

বিশেষ কয়েকটি শরিয়াহ ব্যাংকসহ প্রায় দুই ডজন ব্যাংক কলমানি থেকে ধার করে গ্রাহকের আস্থা ধরে রাখতে চেষ্টা করছে বলে তিনি জানান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, সরকারের দৈনন্দিন নগদ অর্থের চাহিদা মেটাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে বেশি ঝুঁকছে।

‘এতে অনেক ব্যাংকে তারল্য ঘাটতি সৃষ্টি হয়েছে, যা কলমানি মার্কেট থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে চাহিদা মেটাচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক এখন শতভাগ সাপোর্ট দিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত