Ajker Patrika

পাচার হওয়া অর্থ ফেরত আনতে পরিবার ধরে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে: গভর্নর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকগুলো থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে পাচারে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের বিরুদ্ধে সমন্বিত আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার। আজ শনিবার (১১ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হোটেল সোনারগাঁয়ে সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সভায় গভর্নর জানান, অর্থ পাচারের বিষয়ে প্রয়োজনে বিদেশের আদালতে মামলা মোকাবিলার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

গভর্নর বলেন, অর্থ পাচারে জড়িতদের বিষয়ে বিক্ষিপ্তভাবে মামলা দায়ের না করে তাঁদের পরিবার ধরে ধরে সমন্বিত উপায়ে ব্যবস্থা নেওয়া হবে।

দিন-দুপুরে এমন চুরি পৃথিবীতে আর কোথাও হয়নি, এমনটা উল্লেখ করে তিনি অর্থ পাচারে জড়িত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের কোথায় বাড়ি আছে, সম্পদ আছে, সেসব বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ ব্যাংক থেকে সাইবার অপরাধের মাধ্যমে চুরি হয়ে যাওয়া অর্থের ৮০ ভাগ ফেরত এসেছে এমনটা জানিয়ে তিনি বলেন, বাকি ২০ ভাগ ফেরত আনতে মামলা চলছে।

গভর্নর দাবি করেন, অন্তর্বর্তী সরকারের গত পাঁচ মাসে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় এবং দুর্নীতি কিছুটা কমে যাওয়ায় টাকা পাচার প্রায় বন্ধ হয়ে গেছে।

সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত