অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সফর।
আগামীকাল সোমবার সফরে গিয়ে প্রতিনিধিদলটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবে।
সফরকালে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে আবুধাবি চেম্বার, দুবাই চেম্বার এবং শারজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশনে অংশগ্রহণ করবে।
এই গুরুত্বপূর্ণ সেশনগুলোর মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা নতুন বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ পাবেন, যা রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১৭ শতাংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন, যা কর্মসংস্থানের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম গন্তব্য।
২০২৪ সালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
প্রতিযোগিতামূলক বিনিয়োগ কাঠামো, আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ, বিভিন্ন শিল্পে করছাড়, শতভাগ বিদেশি মালিকানা, বন্ডেড গুদাম সুবিধা, কার্যকর মেধাসম্পদ সুরক্ষা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশি বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।
বিশেষত, দুবাইয়ের কৌশলগত ভৌগোলিক অবস্থান মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান হালাল পণ্যের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি মূল প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতে পারে। পাশাপাশি, বাংলাদেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাত সম্ভাবনাময় এলএনজি সরবরাহকারী দেশ হতে পারে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সফর।
আগামীকাল সোমবার সফরে গিয়ে প্রতিনিধিদলটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবে।
সফরকালে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে আবুধাবি চেম্বার, দুবাই চেম্বার এবং শারজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশনে অংশগ্রহণ করবে।
এই গুরুত্বপূর্ণ সেশনগুলোর মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা নতুন বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ পাবেন, যা রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১৭ শতাংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন, যা কর্মসংস্থানের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম গন্তব্য।
২০২৪ সালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
প্রতিযোগিতামূলক বিনিয়োগ কাঠামো, আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ, বিভিন্ন শিল্পে করছাড়, শতভাগ বিদেশি মালিকানা, বন্ডেড গুদাম সুবিধা, কার্যকর মেধাসম্পদ সুরক্ষা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশি বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।
বিশেষত, দুবাইয়ের কৌশলগত ভৌগোলিক অবস্থান মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান হালাল পণ্যের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি মূল প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতে পারে। পাশাপাশি, বাংলাদেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাত সম্ভাবনাময় এলএনজি সরবরাহকারী দেশ হতে পারে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
৭ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১৪ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১৭ ঘণ্টা আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে