Ajker Patrika

চট্টগ্রামে মেট্রোরেলের নির্মাণকাজ পাওয়ার আশা ছাড়েনি দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৩১
চট্টগ্রামে মেট্রোরেলের নির্মাণকাজ পাওয়ার আশা ছাড়েনি দক্ষিণ কোরিয়া

বন্দরনগরী চট্টগ্রামে প্রথম মেট্রোরেলের প্রাক্‌-সম্ভাব্যতা যাচাই কাজে যুক্ত থাকার পর মূল প্রকল্পের নির্মাণকাজেও দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণ থাকবে বলে আশাবাদ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। 

আজ বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ‘শোকেস কোরিয়া-২০২৩’ উপলক্ষে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলনে মেট্রোরেল নির্মাণকাজে অংশগ্রহণের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বন্দরনগরী চট্টগ্রামে প্রথম মেট্রোরেল নির্মাণে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন।

রাষ্ট্রদূত বলেন, ‘সরকার বন্দরনগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে করতে চাচ্ছে। আপনারা জানেন কয়েক সপ্তাহে আগে চট্টগ্রামে এমআরটি প্রকল্পের প্রাক্‌-সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন করা হয়েছে এবং এই প্রাক্‌-সম্ভাব্যতা যাচাই কাজে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার প্রায় ৭০ জন বিশেষজ্ঞ কাজ করছেন। দক্ষিণ কোরিয়ার আগ্রহ আছে এই প্রকল্পে অংশগ্রহণ করার।’ 

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন আজ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শোকেস কোরিয়া-২০২৩ উপলক্ষে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

লি জ্যাং-কিউন বলেন, ‘দক্ষিণ কোরিয়া চট্টগ্রামের গণপরিবহন খাতে পরিবর্তন আনার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা হাতে নিয়েছে। দক্ষিণ কোরিয়া এই গুরুত্বপূর্ণ প্রকল্পে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে এবং আমাদের ব্যাপক আগ্রহ আছে এই প্রকল্পের মূল কাজে সম্পৃক্ত হওয়ার। আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন দক্ষিণ কোরিয়া চট্টগ্রামের এই মেট্রোরেল প্রকল্পে অংশগ্রহণ করছে কি না।’ 

রাষ্ট্রদূত আরও বলেন, ‘চট্টগ্রামের গণপরিবহন খাতে উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। এই প্রকল্প বাস্তবায়নে এবং কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশেরও আগ্রহ আছে।’

বাংলাদেশে বড় ভোক্তা বাজার আছে উল্লেখ করে তিনি আরও বলেন, সংগত কারণে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে লাভবান হতে চাচ্ছে এবং বিনিয়োগ করছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন, এই দেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ক্রমাগত হারে বাড়ছে; বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এর অবস্থান ষষ্ঠ। 

লি জ্যাং-কিউন বলেন, ‘বাংলাদেশে আমাদের বিভিন্ন কোম্পানির বিনিয়োগ এরই মধ্যে ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আমি লক্ষ করছি, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ক্রমাগতভাবে বাড়ছে। আমরা মনে করি, এই দেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক।’

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত