Ajker Patrika

আবারও বন্ধ হতে পারে ইমাম বাটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২: ২৭
আবারও বন্ধ হতে পারে ইমাম বাটন

প্রায় চার বছর উৎপাদন বন্ধ থাকার পর চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে ভিন্নধর্মী ব্যবসার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন লিমিটেড।

উৎপাদনে ফিরেই চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নীতিমালা অমান্য করে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বাড়িয়ে দেখিয়েছে কোম্পানিটি। এ ছাড়া কোম্পানির বিপক্ষে ফ্লোর ভাড়ার অর্থ যথাযথ ব্যবহার না করা, কর সমন্বয় না করা এবং স্বল্প মেয়াদি ঋণের সেটেলমেন্ট না করার মতো অভিযোগ তুলেছে নিরীক্ষক। ইমাম বাটনের বিভিন্ন অসংগতি তুলে ধরে ভবিষ্যতে এর কার্যক্রম আবারও বন্ধ হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষকের দেওয়া তথ্য অনুসারে, ইমাম বাটন কর্তৃপক্ষ কোম্পানির ফ্লোর স্পেস ভাড়া দেয়ার বিপরীতে অগ্রিম ১০ লাখ টাকা আদায় করেছে। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) অনুসারে এই অগ্রিম আদায়ের অর্থ কোম্পানির যেকোনো সম্পদে বিনিয়োগ করার বিধান থাকলেও কোম্পানিটি তা করেনি।

তবে কোম্পানি কর্তৃপক্ষ বলছে, শিগগিরই তারা সংকট কাটিয়ে ভালো অবস্থানে ফিরতে সক্ষম হবে। এ বিষয়ে ইমাম বাটনের কোম্পানি সচিব মো. জামিল হোসেন বলেন, ‘কোম্পানির মূল ব্যবসা থেকে আমরা সরে এসেছি। বাটন ইউনিট ভাড়া দেয়ার জন্য চেষ্টা চলছে। কৃষি প্রকল্প দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। আমরা এখন জুতার ব্যবসার মাধ্যমে কোম্পানিকে নতুনভাবে সাজাতে কাজ করছি। আশা করছি, শিগগিরই সংকট কাটিয়ে ভালো মুনাফায় ফেরা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত