টয় এক্সপো উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের তৈরি খেলনা এখন রপ্তানি হচ্ছে ৮৮টি দেশে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের অভ্যন্তরীণ বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে—যার বর্তমান আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। বর্তমানে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান খেলনা উৎপাদনে যুক্ত, যার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দেড় লাখ মানুষ।
এ সাফল্যের চিত্র উঠে আসে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুই দিনব্যাপী ‘টয় এক্সপো ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এর আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিফোরজের ডেপুটি প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সালাহউদ্দিন শিকদার প্রমুখ। এতে প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক লিমিটেডসহ ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা শেষ হবে আজ শুক্রবার।
বাণিজ্যসচিব বলেন, ‘বাংলাদেশের প্লাস্টিকের খেলনা এত দূর এগিয়েছে, এটা আমার ধারণা বাইরে ছিল। আমাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গাজীপুরে লাইট ইঞ্জিনিয়ারিং ও খেলনার ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য কারখানা করছি। আশা করছি, আগামী এক বছর পর প্লাস্টিকের খেলনা শিল্প আরও দ্রুতগতিতে এগোতে পারবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে।’
বিপিজিএমইএ সভাপতি বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে তৈরি খেলনার রপ্তানি বাড়ছে। ২০৩০ সাল নাগাদ খেলনা রপ্তানির প্রবৃদ্ধি হবে ২৪ শতাংশ, যা বর্তমানে ১৫ শতাংশ। সরকারের নীতি-সহায়তা ও কাঁচামাল আমদানিতে কর সুবিধা পেলে দেশের খেলনা শিল্প এগিয়ে যাবে। ২০৩০ সাল নাগাদ দেশের খেলনা রপ্তানি থেকে আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের তৈরি খেলনা এখন রপ্তানি হচ্ছে ৮৮টি দেশে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের অভ্যন্তরীণ বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে—যার বর্তমান আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। বর্তমানে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান খেলনা উৎপাদনে যুক্ত, যার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দেড় লাখ মানুষ।
এ সাফল্যের চিত্র উঠে আসে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুই দিনব্যাপী ‘টয় এক্সপো ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এর আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিফোরজের ডেপুটি প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সালাহউদ্দিন শিকদার প্রমুখ। এতে প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক লিমিটেডসহ ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা শেষ হবে আজ শুক্রবার।
বাণিজ্যসচিব বলেন, ‘বাংলাদেশের প্লাস্টিকের খেলনা এত দূর এগিয়েছে, এটা আমার ধারণা বাইরে ছিল। আমাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গাজীপুরে লাইট ইঞ্জিনিয়ারিং ও খেলনার ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য কারখানা করছি। আশা করছি, আগামী এক বছর পর প্লাস্টিকের খেলনা শিল্প আরও দ্রুতগতিতে এগোতে পারবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে।’
বিপিজিএমইএ সভাপতি বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে তৈরি খেলনার রপ্তানি বাড়ছে। ২০৩০ সাল নাগাদ খেলনা রপ্তানির প্রবৃদ্ধি হবে ২৪ শতাংশ, যা বর্তমানে ১৫ শতাংশ। সরকারের নীতি-সহায়তা ও কাঁচামাল আমদানিতে কর সুবিধা পেলে দেশের খেলনা শিল্প এগিয়ে যাবে। ২০৩০ সাল নাগাদ দেশের খেলনা রপ্তানি থেকে আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডলারের দরে ভিন্নমাত্রার ওঠানামা এখন স্পষ্ট। দেশে ডলারের চাহিদা কমতে থাকলেও বাংলাদেশ ব্যাংক নিচ্ছে উল্টো কৌশল, নিয়মিত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে বড় অঙ্কের ডলার কিনছে। সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে কিনেছে ৪৮৪ মিলিয়ন বা ৪৮ কোটি ৪০ লাখ ডলার। গত রোববার ১৭১ মিলিয়ন, আর আজ মঙ্গলবার এক দিনেই ৩১৩ মিলিয়ন
৩ ঘণ্টা আগেবাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে রাশিয়ার মান সংস্থা—ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং অ্যান্ড মেট্রোলজির (জিওএসটিআর) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
৪ ঘণ্টা আগেবছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল দেশের ১ নম্বর পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ১২ জুলাই রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে অসংলগ্নতা থাকায় সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
৪ ঘণ্টা আগে