Ajker Patrika

উত্তর আমেরিকান প্রতিষ্ঠান ড্যানবি’র সঙ্গে ওয়ালটনের চুক্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তর আমেরিকান প্রতিষ্ঠান ড্যানবি’র সঙ্গে ওয়ালটনের চুক্তি 

বিশ্বব্যাপী রপ্তানি বাজার সম্প্রসারণে উত্তর আমেরিকায় কার্যক্রম শুরু করল ওয়ালটন। আমেরিকা ও কানাডাভিত্তিক গৃহস্থালি পণ্যের জনপ্রিয় প্রতিষ্ঠান ড্যানবি অ্যাপলায়েন্সের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। গত শুক্রবার ভার্চ্যুয়ালি এই চুক্তি সাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। 
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। অন্যদিকে ড্যানবি’র চিফ ফিন্যানসিয়াল অফিসার এন্ড্রু রেমন্ড নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
 
এই অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, ‘ইলেকট্রনিকস খাতে আমেরিকা অঞ্চলে বাংলাদেশকে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবে ওয়ালটন। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়ালটন বিশ্বজুড়ে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য খাতে শিল্পোন্নত বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’

উত্তর আমেরিকায় বাজার সম্প্রসারণে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ড্যানবি অ্যাপলায়েন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর উপলক্ষে ভার্চ্যুয়াল আয়োজিত অনুষ্ঠানে উভয়  প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।ওয়ালটনের গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম বলেন, ‘এই চুক্তি ওয়ালটন তথা বাংলাদেশের জন্য খুব অর্থবহ। এর মাধ্যমে সবাই অন্তত একটি বার্তা পেল যে, বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হতে ওয়ালটন কতটা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। অবশেষে আমেরিকা ও কানাডার মতো বাজারে ওয়ালটন তার নিজস্ব পণ্য নিয়ে প্রবেশ করছে।’ 
এর মধ্য দিয়ে ‘ভিশন গো-গ্লোবাল ২০৩০’ অর্জনের আরেক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছে ওয়ালটনের প্রধান। 

ভার্চ্যুয়ালি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ, ড্যানবির প্রেসিডেন্ট ও সিইও জিম এসথিল, ওয়ালটনের ডিএমডি এমদাদুল হক সরকার, হোম অ্যাপলায়েন্সের চিফ বিজনেস অফিসার আল-ইমরান, কিচেন অ্যাপলায়েন্সের সিবিও মাহফুজুর রহমান, গ্লোবাল বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কায়সার চয়ন প্রমুখ।

উল্লেখ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বর্তমানে বিশ্বের ৪০ টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। করোনা মহামারির মধ্যেও গত বছর বিপুল পরিমাণ ওয়ালটন পণ্য রপ্তানি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত