Ajker Patrika

অবরোধ-বৃষ্টির অজুহাতে বাজারে কমছে না দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবরোধ-বৃষ্টির অজুহাতে বাজারে কমছে না দাম

মাছ, মাংস, সবজি-কোনোটিতেই মিলছে না স্বস্তি। শীতকালে সবজির ভরা মৌসুমে দাম কমার বদলে উল্টো বেড়েই চলেছে। বাজারে সব ধরনের পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা অসময়ের বৃষ্টি এবং হরতাল-অবরোধের অজুহাত দেখাচ্ছেন। 

আজ শুক্রবার রাজধানীর রামপুরা, মেরাদিয়া, খিলগাঁও বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজির দামই ৮০-১২০ টাকা। পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়া আর শালগম ছাড়া ৫০ টাকার নিচে নেই কোনো সবজি। প্রতি কেজি টমেটো ৯০-১০০ টাকা, শিম ৭০ থেকে ৮০ টাকা, জাতভেদে বেগুন ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের ফুলকপি, বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। আর লাউ প্রতিটি ১০০-১২০ টাকা, ব্রকলি ৮০ টাকা। 

সপ্তাহের ব্যবধানে শাকের দামও বেড়েছে বেশ, সেই সঙ্গে ছোট হয়েছে আঁটির আকার। পালং শাক, লাল শাক, সরিষা শাকের আঁটি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা করে। 

খিলগাঁও বাজারের বিক্রেতা হাসান আলী বলেন, ‘আমরা পাইকারি দামে যেমন কিনি, তার ওপরে সামান্য লাভ রাইখা বিক্রি করি। দাম বাড়ার কারণ আমরা তো বলতে পারমু না। তবে শুনছি, বৃষ্টির কারণে মোকামে সবজির আমদানি কমছে, তাই সবকিছুর দাম বেশি।’ 

পেঁয়াজ ও আলুর বাজারও পূর্বের মতোই অস্থিতিশীল রয়েছে। আলু ৭০-৯০ টাকা আর পেঁয়াজ ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজার সংযোগ-১) প্রণব কুমার সাহা বলেন, অসময়ের বৃষ্টি তো আছেই। সেই সঙ্গে হরতাল অবরোধের কারণেও পরিবহন খরচ কিছুটা বেড়েছে। বীজের দামও আগের তুলনায় বেশি। তাই সবকিছুর দাম কিছুটা বাড়তে পারে। তবে এত বেড়ে যাওয়াটা অস্বাভাবিক। আশা করছি, সপ্তাহখানেক পরে শাক, সবজি, পেঁয়াজ, আলুর দাম কমে আসবে। 

বাজারে ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা কেজি আর গরুর মাংস ৬৫০-৭৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকা ডজন হিসেবে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৩ টাকায়। রুই, তেলাপিয়া, পাঙাশসহ বিভিন্ন ধরনের মাছের দাম সপ্তাহের ব্যবধানে ২০-৫০ টাকা করে বেড়েছে। 

রামপুরা বাজারে মাহমুদা পারভীন নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে তো আগুন নয়, মনে হচ্ছে যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত