Ajker Patrika

সেদ্ধ চাল রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করল ভারত 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৭: ২৩
সেদ্ধ চাল রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করল ভারত 

সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) এক অফিশিয়াল আদেশে এ ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক এই দেশটি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। গত মাসে সেদ্ধ চালের রপ্তানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার পর এই সিদ্ধান্ত নিল ভারত। কারণ, ভারত চালের রপ্তানি বাড়াতে চায়, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে।

এর আগে, গত মাসে ভারত বাসমতী ব্যতীত সাদা চালের রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি দিয়েছিল। এ জন্য প্রতি টনের প্রান্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯০ ডলার।

ভারতীয় চাল রপ্তানিকারক সমিতির সহসভাপতি দেব গর্গ বলেছেন, সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি কর অপসারণের সিদ্ধান্ত নতুন মৌসুমের ফসল সম্পর্কে সরকারের আস্থার ইঙ্গিত দেয়।

চাল রপ্তানিকারক সমিতির সভাপতি বিভি কৃষ্ণা রাও বলেছেন, চালের শুল্কমুক্ত রপ্তানি মূল্য-সংবেদনশীল আফ্রিকান ক্রেতাদের ভারত থেকে কেনাকাটা বাড়াতে উৎসাহিত করবে।

এ ছাড়া সরকারি এ আদেশে বলা হয়েছে, ভারত তুষের বাদামি চাল এবং চাল–ধানের ওপর ১০ শতাংশ রপ্তানি শুল্কও বাতিল করেছে।

প্রসঙ্গত, ভারতে ধানের ভালো ফলন ও উদ্বৃত্ত মজুতের অনুমানের ভিত্তিতে সেদ্ধ চালের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হলো। গত বছর শুল্ক আরোপসহ চাল রপ্তানিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত