নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (a-chalan) মাধ্যমে আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য সব শুল্ক-কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করল সরকার। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ বিভাগ ও এনবিআরের উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাঁদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি অটোমেটেড চালান-এর মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (Asycuda World) সিস্টেমের সঙ্গে অটোমেটেড চালান সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়ার সূচনা করেছে এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবাস (iBAS++) টিম।
অটোমেটেড চালান বলতে বোঝায় অটোমেটেড চালান সিস্টেম বা স্বয়ংক্রিয় চালান ব্যবস্থা। এটি সরকারের অর্থ বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। এতে অনলাইন পেমেন্ট, চালান নম্বর জেনারেশন ও ট্র্যাকিং সহজতর হয়েছে।
এনবিআর বলছে, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস (RTGS) পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যেকোনো সময় (২৪/৭), যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের (অ্যা-চালান) মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এর মাধ্যমে জমা দেওয়া অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে। ফলে সরকার তাৎক্ষণিকভাবে নগদ অর্থ খরচ করতে পারবে।
এনবিআর বলছে, অর্থ বিভাগের iBAS++ স্কিমের অ্যা-চালান সিস্টেম ও এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেশন সম্পন্ন করে গত ১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের অধীন আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস হাউসের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩ জুলাই সোনালী ব্যাংক কাস্টমস হাউসসহ সব তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সরাসরি সরকারি ট্রেজারিতে জমা করা শুরু হয়েছে। এদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার বেশি কাস্টমস শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে।
অ্যা-চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিংয়ের (ডেবিট/ক্রেডিট কার্ড, এমএফএস/রকেট/বিকাশ/নগদ/উপায়/এমক্যাশ/ট্রাস্ট পে ইত্যাদি) মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যেকোনো ব্যাংকের (৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যে কোনো কাউন্টারেও অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।
গত ২৩ এপ্রিলে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এই পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তীতে, পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস ৩ জুলাই একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেওয়া চালু করেছে।
আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টমস হাউসসহ অন্য সব কাস্টমস হাউস একইভাবে অ্যা-চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমার ব্যবস্থা চালু করবে। সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত হবে আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে এনবিআর।
আরও খবর পড়ুন:
অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (a-chalan) মাধ্যমে আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য সব শুল্ক-কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করল সরকার। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ বিভাগ ও এনবিআরের উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাঁদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি অটোমেটেড চালান-এর মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (Asycuda World) সিস্টেমের সঙ্গে অটোমেটেড চালান সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়ার সূচনা করেছে এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবাস (iBAS++) টিম।
অটোমেটেড চালান বলতে বোঝায় অটোমেটেড চালান সিস্টেম বা স্বয়ংক্রিয় চালান ব্যবস্থা। এটি সরকারের অর্থ বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। এতে অনলাইন পেমেন্ট, চালান নম্বর জেনারেশন ও ট্র্যাকিং সহজতর হয়েছে।
এনবিআর বলছে, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস (RTGS) পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যেকোনো সময় (২৪/৭), যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের (অ্যা-চালান) মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এর মাধ্যমে জমা দেওয়া অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে। ফলে সরকার তাৎক্ষণিকভাবে নগদ অর্থ খরচ করতে পারবে।
এনবিআর বলছে, অর্থ বিভাগের iBAS++ স্কিমের অ্যা-চালান সিস্টেম ও এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেশন সম্পন্ন করে গত ১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের অধীন আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস হাউসের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩ জুলাই সোনালী ব্যাংক কাস্টমস হাউসসহ সব তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সরাসরি সরকারি ট্রেজারিতে জমা করা শুরু হয়েছে। এদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার বেশি কাস্টমস শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে।
অ্যা-চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিংয়ের (ডেবিট/ক্রেডিট কার্ড, এমএফএস/রকেট/বিকাশ/নগদ/উপায়/এমক্যাশ/ট্রাস্ট পে ইত্যাদি) মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যেকোনো ব্যাংকের (৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যে কোনো কাউন্টারেও অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।
গত ২৩ এপ্রিলে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এই পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তীতে, পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস ৩ জুলাই একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেওয়া চালু করেছে।
আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টমস হাউসসহ অন্য সব কাস্টমস হাউস একইভাবে অ্যা-চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমার ব্যবস্থা চালু করবে। সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত হবে আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে এনবিআর।
আরও খবর পড়ুন:
ওভাল অফিসে বসে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ইউরোপীয় সরকারগুলোর অর্থায়নে নতুন মার্কিন অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন। এই শুল্ক কার্যকর হলে রাশিয়ার যুদ্ধ তহবিলে বড় ধরনের আঘাত আসবে বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন।
২ ঘণ্টা আগেসর্বজনীন পেনশন স্কিমকে আরও সহজ ও কার্যকর করতে দেশের ১৭টি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)। গতকাল সোমবার অর্থ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান...
১১ ঘণ্টা আগেপ্রতিবন্ধকতা অতিক্রম করে পুনরায় বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের কাছাকাছি পৌঁছেছে দেশের কৃষি খাত। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ বেশি।
১১ ঘণ্টা আগে