Ajker Patrika

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ১৫ মাসে সর্বনিম্ন, জনজীবনে স্বস্তি

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ১৫ মাসে সর্বনিম্ন, জনজীবনে স্বস্তি

চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতির হার কমে ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। দেশটির সরকারি হিসাবে এই চিত্র ফুটে উঠেছে। মূলত জ্বালানির মূল্য হ্রাস পাওয়ায় মূল্যস্ফীতিতে এমন স্বস্তি ফিরেছে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) জুনের ৭ দশমিক ৯ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। এতে জীবনযাত্রার ওপর চাপ কিছুটা কমছে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরাও মূল্যস্ফীতির ব্যাপারে একই ধরনের পূর্বাভাস দিয়েছিল। এর মধ্যে ব্যাংক অব ইংল্যান্ডও রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকটি ৬ দশমিক ৮ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিল।

এরপরও জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি এখনো সবচেয়ে বেশি। তবে ব্যাংক অব ইংল্যান্ড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কয়েকবার সুদের হার বাড়িয়েছে।

দেশটিতে জুলাইতে গ্যাস ও বিদ্যুতের দাম কমেছে। কিন্তু খাদ্যের দাম বেশি রয়েছে। তবে তা গত বছরের একই সময়ের তুলনায় কম। 

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ২০২৪ সালের মধ্যে মূল্যস্ফীতিকে অর্ধেকে পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই বছরের মধ্যে মুল্যস্ফীতি অর্ধেকে ও ২০২৪ সাল নাগাদ এটি ৫ শতাংশে কমিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছেন। যদিও ব্যাংক অব ইংল্যান্ড অনুমান করছে, পাবলিক সেক্টরের বেতন বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতি আসলে পরের মাসে আবার বাড়তে পারে। 

যুক্তরাজ্যে গত ১৫ মাসের মূল্যস্ফীতি হ্রাসের সূচক। ছবি: সংগৃহীত ঋষি সুনাক বলেছেন, ‘আমাদের পরিকল্পনা কাজে দিচ্ছে। আমরা যদি সিদ্ধান্তে আমরা অটল থাকি তবে অচিরেই লক্ষ্যে পৌঁছাতে পারব।’

যুক্তরাজ্যর অর্থমন্ত্রী জেরেমি হান্ট সাম্প্রতিক ভোক্তা মূল্যসূচকের ডেটাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু সতর্ক করে বলেছেন ‘আমাদের কাজ এখনই শেষ হয়ে যায়নি। যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্ক অব ইংল্যান্ডের দুই শতাংশ মুদ্রাস্ফীতির লক্ষ্যে পৌঁছাতে হবে।’

গত মঙ্গলবারের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্যের জুনের পর থেকে গত তিন মাসে বেকারত্ব এবং বার্ষিক মজুরি বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের শেষের দিকে সুদের হার বৃদ্ধি ব্যাপক অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। বিশেষ করে বাড়ি তৈরির ঋণে বাণিজ্যিক ঋণদাতারা ইচ্ছেমতো সুদ আরোপ এর পেছনে বড় দায়ী ছিল।

বুধবারের সিপিআই পরিসংখ্যান আরও বলছে, সেপ্টেম্বরের শেষের দিকে আরও মূল্যস্ফীতি হয়ত আর ঠেকানো যাবেনা। এটি নির্ভর করছে ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রানীতি বিষয়ক কমিটি পরবর্তী বৈঠকে ভিত্তিহার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়ানোর সিদ্ধান্ত নেবে কি না তার ওপর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

অবশেষে নতুন ঠিকানায় ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন ‘দুর্বল’ করে বাইডেন প্রশাসন

এলাকার খবর
Loading...