নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জ, সুতারকান্দি ও জুড়িসহ প্রায় সবগুলো শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) সনাতনী ঐক্য মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার রাতে জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে মুক্তি না দিলে দেশের সকল শুল্ক স্টেশন দিয়ে সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।
রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা দুপুরের দিকে বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোন পণ্য দীর্ঘদিন ধরে রপ্তানি হয় না। সুতারকন্দি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে যায়। খবর পেয়েছি আজ সুতারকান্দি ও জুড়ি সহ কোনো স্টেশন দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়নি।’
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, আগামীকাল সকাল ৬টার মধ্যে চিন্ময় কৃষ্ণ বহ্মচারীকে মুক্তি না দিলে সারাদেশে সকল শুল্ক স্টেশন দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।
জকিগঞ্জের স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। পরে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী। এর আগে এদিন সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। বাংলাদেশি আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
তবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উপ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব-সদর দপ্তর) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বড়ছড়াসহ কয়েকটি স্টেশন দিয়ে পাথর-কয়লাসহ বিভিন্ন পণ্য আমদানির হয়েছে জেনেছি। জকিগঞ্জ দিয়ে এমনিতেই তেমন একটা আমদানি-রপ্তানি হয় না। আর ওই দেশে কিছু হলে তো আমাদের কিছু করার নাই। তাছাড়া আমাদের কোনো আমদানি-রপ্তানিকারক অভিযোগও করেননি যে, তারা ইম্পোর্ট-এক্সপোর্ট করতে পারছেন না।’
সিলেটের জকিগঞ্জ, সুতারকান্দি ও জুড়িসহ প্রায় সবগুলো শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) সনাতনী ঐক্য মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার রাতে জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে মুক্তি না দিলে দেশের সকল শুল্ক স্টেশন দিয়ে সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।
রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা দুপুরের দিকে বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোন পণ্য দীর্ঘদিন ধরে রপ্তানি হয় না। সুতারকন্দি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে যায়। খবর পেয়েছি আজ সুতারকান্দি ও জুড়ি সহ কোনো স্টেশন দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়নি।’
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, আগামীকাল সকাল ৬টার মধ্যে চিন্ময় কৃষ্ণ বহ্মচারীকে মুক্তি না দিলে সারাদেশে সকল শুল্ক স্টেশন দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।
জকিগঞ্জের স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। পরে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী। এর আগে এদিন সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। বাংলাদেশি আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
তবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উপ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব-সদর দপ্তর) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বড়ছড়াসহ কয়েকটি স্টেশন দিয়ে পাথর-কয়লাসহ বিভিন্ন পণ্য আমদানির হয়েছে জেনেছি। জকিগঞ্জ দিয়ে এমনিতেই তেমন একটা আমদানি-রপ্তানি হয় না। আর ওই দেশে কিছু হলে তো আমাদের কিছু করার নাই। তাছাড়া আমাদের কোনো আমদানি-রপ্তানিকারক অভিযোগও করেননি যে, তারা ইম্পোর্ট-এক্সপোর্ট করতে পারছেন না।’
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
৫ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
৭ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৭ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
৯ ঘণ্টা আগে