Ajker Patrika

কমানোর পরদিনই বাড়ল সোনার দাম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৭: ৩৮
কমানোর পরদিনই বাড়ল সোনার দাম

চলতি মাসে তিন দফায় সোনার দাম বাড়ানোর পর গতকাল শনিবার ভরিতে ৮৪০ টাকা কমানোর ঘোষণা দেয় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কমানোর এক দিন পরই আজ রোববার সোনার দাম বাড়ানো হয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৬২৯ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। 

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ভরিতে ৬২৯ টাকা বাড়ানোর ফলে এখন ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকায়। 

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

নতুন দাম বেলা সাড়ে ৩টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৮ হাজার ৬৬২ টাকায় বেড়ে দাঁড়িয়েছে। 

এর আগে চলতি মাসে ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দাম বাড়িয়েছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়েছিল ১ হাজার ৭৫০ টাকা, ৮ এপ্রিল ১ হাজার ৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়েছিল ২ হাজার ৬৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

মালিকানা না, শুধু লাইসেন্সিং অপারেটর নিয়োগ: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত

৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ