Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) তাঁকে এই সম্মাননা প্রদান করে। গত ১২ জুন রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবিবি আয়োজিত সাইবার সিকিউরিটি সামিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন এবং এবিবির সদস্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত হয়ে তাঁর হাতে সম্মাননা তুলে দেন। 

এদিকে, গত রোববার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট উদ্বোধন করেন। দেশের ৫০ টিরও বেশি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ দুদিনব্যাপী এ সামিটে অংশ গ্রহণ করেন। এবিবি ব্যাংকারদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হতে ‘বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস’ শীর্ষক এই দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের ১১ তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে অর্থসচিব ও রেলপথ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত