Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) তাঁকে এই সম্মাননা প্রদান করে। গত ১২ জুন রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবিবি আয়োজিত সাইবার সিকিউরিটি সামিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সম্মাননা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন এবং এবিবির সদস্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত হয়ে তাঁর হাতে সম্মাননা তুলে দেন। 

এদিকে, গত রোববার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট উদ্বোধন করেন। দেশের ৫০ টিরও বেশি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ দুদিনব্যাপী এ সামিটে অংশ গ্রহণ করেন। এবিবি ব্যাংকারদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হতে ‘বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস’ শীর্ষক এই দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের ১১ তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে অর্থসচিব ও রেলপথ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত