Ajker Patrika

ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো ঈদের ছুটিতে খোলা থাকবে। ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ঠিক রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটির এই তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ রোববার সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোকে পৃথক চিঠিতে সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনা ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যে কাস্টম অফিসগুলো খোলা রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। 

জানা গেছে, গত ৩০ জুন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টম হাউস ও শুল্কস্টেশন খোলার অনুরোধ করে এনবিআরকে চিঠি পাঠায়। বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। 

দেশের সমুদ্রপথে চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে সিংহভাগ আমদানি-রপ্তানি হয়। এরপর রয়েছে মোংলা কাস্টম হাউস। এছাড়া স্থল বন্দরের মধ্যে যশোরের বেনাপোল কাস্টম হাউস দিয়ে বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। এ ছাড়া ঢাকা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমস হাউস দিয়েও পণ্য খালাস হয়। এসব কাস্টম হাউসের পাশাপাশি ভোমরা, হিলি, বাংলাবান্ধাসহ অন্যান্য শুল্ক স্টেশনও ঈদের সময় খোলা থাকবে। 

 ২০২০–২১ অর্থবছরে আমদানি পর্যায়ে প্রায় ৭৮ হাজার কোটি টাকার শুল্ক আহরণ করেছে সরকার। যার ৭০ শতাংশ চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে। 

এনবিআরের অধীনে চট্টগ্রামসহ সারা দেশে ১২টি কাস্টম হাউস রয়েছে। এ ছাড়া সক্রিয় শুল্ক স্টেশন আছে ২৩ টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত