Ajker Patrika

যুক্তরাষ্ট্রের, পাকিস্তানের চেয়ে কম পতন দেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৩: ৩৩
যুক্তরাষ্ট্রের, পাকিস্তানের চেয়ে কম পতন দেশে

সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর পুঁজিবাজারে মন্দাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্র, হংকং, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের পুঁজিবাজারে সূচক কমেছে। তবে এসব দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারে পতনের হার কম।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশগুলোর সূচক ২ থেকে সাড়ে ৪ শতাংশের বেশি কমেছে। বিপরীতে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ শতাংশের কম। বাজারগুলোর গত এক মাসের তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ডিএসইএক্সের অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। আগস্ট শেষে তা ছিল ৬ হাজার ২৯১ পয়েন্টে। অর্থাৎ মাসের ব্যবধানে সূচকটি কমেছে কেবল শূন্য দশমিক ২২ শতাংশ।

বিপরীতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রধান সূচকগুলোর মধ্যে ডো জোনস কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। দেশটির এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৩ দশমিক ৬০ শতাংশ। আর নাসডাক সূচক কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।

এ ছাড়াও হংকংয়ের পুঁজিবাজারে প্রধান সূচক হ্যাং সেং ৩ দশমিক শূন্য ৭ শতাংশ, তাইওয়ানের তাইওয়ান ওয়াইড ১ দশমিক ৪১ শতাংশ, থাইল্যান্ডের সেট ৪ দশমিক ৫৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কসপি ৩ দশমিক শূন্য ৮ শতাংশ, পাকিস্তানের করাচি ১০০ সূচক ২ দশমিক ৩২ শতাংশ ও ভিয়েতনামের ভিএন ৩০ কমেছে ৪ দশমিক ৩১ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত