Ajker Patrika

যুক্তরাষ্ট্রের, পাকিস্তানের চেয়ে কম পতন দেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৩: ৩৩
যুক্তরাষ্ট্রের, পাকিস্তানের চেয়ে কম পতন দেশে

সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর পুঁজিবাজারে মন্দাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্র, হংকং, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের পুঁজিবাজারে সূচক কমেছে। তবে এসব দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারে পতনের হার কম।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশগুলোর সূচক ২ থেকে সাড়ে ৪ শতাংশের বেশি কমেছে। বিপরীতে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ শতাংশের কম। বাজারগুলোর গত এক মাসের তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ডিএসইএক্সের অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। আগস্ট শেষে তা ছিল ৬ হাজার ২৯১ পয়েন্টে। অর্থাৎ মাসের ব্যবধানে সূচকটি কমেছে কেবল শূন্য দশমিক ২২ শতাংশ।

বিপরীতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রধান সূচকগুলোর মধ্যে ডো জোনস কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। দেশটির এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৩ দশমিক ৬০ শতাংশ। আর নাসডাক সূচক কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।

এ ছাড়াও হংকংয়ের পুঁজিবাজারে প্রধান সূচক হ্যাং সেং ৩ দশমিক শূন্য ৭ শতাংশ, তাইওয়ানের তাইওয়ান ওয়াইড ১ দশমিক ৪১ শতাংশ, থাইল্যান্ডের সেট ৪ দশমিক ৫৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কসপি ৩ দশমিক শূন্য ৮ শতাংশ, পাকিস্তানের করাচি ১০০ সূচক ২ দশমিক ৩২ শতাংশ ও ভিয়েতনামের ভিএন ৩০ কমেছে ৪ দশমিক ৩১ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত