Ajker Patrika

শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত
শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সঙ্গে ডিএআই (ডেভেলপমেন্ট অলটারনেটিভস ইনকরপোরেটেড) গ্লোবাল, এলএলসির (লিমিটেড অ্যাবিলিটি কোম্পানি) আজ বৃহস্পতিবার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ।

ডিএআই গ্লোবাল, এলএলসির কাজ হচ্ছে নীতি নির্ধারণের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো, বিশেষ করে নারী নেতৃত্বের। এই সমঝোতা চুক্তি প্রাথমিকভাবে ২০২৬ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। অতি শিগগির তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে নেতৃত্বের উন্নয়ন ঘটাবে এবং পরীক্ষা-নিরীক্ষা করে যোগ্য নেতৃত্ব বাছাই করবে।

এই বাছাই করা শিক্ষার্থীদের ডিএআই গ্লোবাল, এলএলসিতে কাজ করার সুযোগ দেবে কর্তৃপক্ষ। এই সমঝোতা চুক্তিতে শেকৃবির উপাচার্য আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক মো. বেলাল হোসেন এবং ডিএআই গ্লোবাল, এলএলসির কান্ট্রি লিড ফাহিম খান ও জ্ঞান ব্যবস্থাপনা কৌশলগত শিক্ষা এবং যোগাযোগের পরিচালক সায়েকা কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএআই গ্লোবাল, এলএলসির মার্ক টি ম্যাক কর্ড, খালেদা খানম, তাহসিন রহমান এবং শেকৃবির ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক মো. আরফান আলী, ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহা. আশাবুল হক ও বিভিন্ন বিভাগের পরিচালকসহ বিভিন্ন শিক্ষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত