Ajker Patrika

মূল্যস্ফীতি মোকাবিলায় ১১৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা জাপানের 

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১০: ৪৮
মূল্যস্ফীতি মোকাবিলায় ১১৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা জাপানের 

ক্রমবর্ধমান মূল্যের প্রভাব মোকাবিলায় আর্থিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে জাপান সরকার। আজ বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাপানি মুদ্রায় ১৭ লাখ কোটি ইয়েন বা মার্কিন মুদ্রায় ১১ হাজার ৩০০ কোটি ডলারের এই প্যাকেজের ঘোষণা দেন। এই সহায়তা প্যাকেজের আওতায় বেশ কিছু ক্ষেত্রে করও কমানো হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কিশিদা সাংবাদিকদের বলেছেন, সরকারি ব্যয়ের কিছু অংশ মেটাতে চলতি অর্থবছরে সরকার বর্তমান বাজেটের সঙ্গে ১৩ লাখ ১০ হাজার কোটি ডলারের একটি সম্পূরক বাজেট দেবে।

গতকাল বুধবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জাপান সরকার সহায়তা প্যাকেজের আওতায় ১৭ ট্রিলিয়ন বা ১৭ লাখ কোটি ইয়েনেরও বেশি ব্যয় করার কথা বিবেচনা করছে। এই প্যাকেজের আওতায় সাময়িকভাবে আয়কর, আবাসিক কর কামানো হবে। পাশাপাশি পেট্রোল এবং অন্যান্য সেবা খাতের ব্যয় নিয়ন্ত্রণে ভর্তুকি দেওয়া অব্যাহত থাকবে।

কাঁচামালের ক্রমবর্ধমান মূল্যের কারণে জাপানে মূল্যস্ফীতি ঘটছে। বিগত এক বছরেরও বেশি সময় ধরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির হার ২ শতাংশের ওপরে বলে জানিয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত