Ajker Patrika

মাহমুদ জিন্সের ডিএমএডির ওপর হামলা: এফবিসিসিআইসহ ১০ ব্যবসায়ী সংগঠনের প্রতিবাদ ও নিন্দা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৫৮
মাহমুদ জিন্সের ডিএমএডির ওপর হামলা: এফবিসিসিআইসহ ১০ ব্যবসায়ী সংগঠনের প্রতিবাদ ও নিন্দা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পোশাক কারখানা মাহমুদ জিন্সের ডিএমডি মো. রাফি মাহমুদের ওপর ন্যক্কারজনক ও অমানবিক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ১০ ব্যবসায়ী সংগঠন।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো— বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) ও বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (বায়লা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা মনে করি, এটি শুধু ব্যক্তির ওপরই আঘাত নয়; বরং গোটা শিল্পের ওপর আঘাত। উদ্যোক্তার ওপর এমন আক্রমণ এই শিল্পের প্রত্যেক উদ্যোক্তা পরিবারকে হতবাক করেছে এবং এ ঘটনা ভবিষ্যতে উদ্যোক্তাদের কেবল নিরুৎসাহিতই করবে না, ভবিষ্যতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তের ওপরও বিরূপ প্রভাব ফেলবে।’

গত বৃহস্পতিবার গাজীপুরে বন্ধ হওয়া ওই পোশাক কারখানার এক মাসের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের (চাকরি ছাড়ার পর আনুষঙ্গিক আর্থিক সুবিধা) টাকা না পেয়ে কারখানার ডিএমডিকে পেটায় শ্রমিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত