Ajker Patrika

সুদের হার আবার বাজারের ওপর ছাড়ল বাংলাদেশ ব্যাংক

সুদের হার আবার বাজারের ওপর ছাড়ল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং ব্যবস্থায় স্মার্ট রেট অর্থাৎ ট্রেজারি বিলের ছয় মাসের চলমান গড়ের ভিত্তিতে সুদের হার নির্ধারণের ফর্মুলা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সুদের হার হবে পুরোপুরি বাজারভিত্তিক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংক খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগানসাপেক্ষে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারিত হবে। ঋণের বাজারভিত্তিক সুদহার নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পাঁচটি নির্দেশনা পরিপালন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।

সুদের হার পুরোপুরি বাজারভিত্তিক করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক। এখন ব্যাংক-গ্রাহক সম্পর্ক এবং ব্যাংকিং খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য অর্থের সরবরাহের ওপর ভিত্তি করে সুদহার নির্ধারণ করা হবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত বছরের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদহারের ঊর্ধ্বসীমা ৯ শতাংশ প্রত্যাহার করে ছয় মাসের মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) চালু করে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে মিল রেখে স্মার্ট হারের সমাপ্তি ঘটেছে। আইএমএফ বাজার-ভিত্তিক সুদহার নির্ধারণের প্রস্তাব করেছিল।

সুদহার নির্ধারণের ফর্মুলা এমন সময়ে স্থগিত করা হলো যখন আইএমএফের একটি মিশন ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত