Ajker Patrika

কৃষকদের বাঁচাতে ২৪০ কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করল পোল্যান্ড

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১০: ৫৬
কৃষকদের বাঁচাতে ২৪০ কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করল পোল্যান্ড

মধ্য ইউরোপের কিছু দেশ একতরফা সিদ্ধান্তে ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি নিষিদ্ধ করেছে। এ নিয়ে বিপাকে পড়েছে দেশটি থেকে খাদ্য আমদানির ওপর নির্ভরশীল ইউরোপের দেশগুলো। তবে এই সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ অতি নগণ্য এবং বিলম্বিত বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।

শুক্রবার (২১ এপ্রিল) পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি তাঁর দেশের কৃষকদের জন্য ২৪০ কোটি ডলার সহায়তার অনুমোদন দিয়েছেন।

কৃষি সহায়তা তহবিলের ঘোষণা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘ইইউ আমাদের যা প্রস্তাব করছে তা অনেক দেরিতে করা হয়েছে। তাছাড়া এটা খুব সামান্য, প্রয়োজনের তুলনায় সমুদ্রে এক ফোঁটা জলের মতো!’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযানের পর কৃষ্ণসাগর বন্দর দিয়ে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ ইউক্রেনীয় শস্য রপ্তানির ট্রানজিট রুট হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে লাখ লাখ টন খাদ্যশস্যবাহী জাহাজ আটকা পড়ে যায়। এর ফলে ওই সব দেশের কৃষকেরা সস্তা ইউক্রেনীয় শস্য আমদানির সঙ্গে প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়েছেন। ফলে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। 

কৃষকদের রক্ষায় মধ্য ইউরোপীয় কিছু দেশ ইউক্রেনীয় খাদ্যপণ্য আমদানির ওপর একতরফাভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে পোল্যান্ডও রয়েছে। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যে এই অঞ্চলের দেশগুলো ব্রাসেলসের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নব্যাপী একটি পদক্ষেপের বিষয়ে কথা বলছেন তাঁরা। 

মধ্য ইউরোপের কৃষকদের সহায়তায় ইউরোপীয় কমিশন ৫ কোটি ৬০ লাখ ইউরোর একটি প্যাকেজ ঘোষণা করেছে। এর আগে ১০ কোটি ইউরোর একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে কমিশন।

ইউরোপীয় কমিশন আরও বলেছে, গম, ভুট্টা, সূর্যমুখী বীজ ও সরিষা বীজের জন্য জরুরি ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেওয়া হবে। তবে মধ্য ইউরোপীয় দেশগুলো মধু এবং কিছু মাংস এই তালিকায় অন্তর্ভুক্ত করতে চায়।

শুক্রবার পোলিশ সরকার আবগারি শুল্ক বৃদ্ধির পাশাপাশি কৃষকদের ডিজেলে ভর্তুকির পদক্ষেপ অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী মোরাউইকি বলেছেন, তাঁর সরকার ডিজেলে ভর্তুকি বাড়ানোর বিষয়ে ইউরোপীয় কমিশনকে বলবে। তাঁরা কৃষকদের প্রতি টন গমের ন্যূনতম মূল্য ৩৩৩ ডলার নিশ্চিত করতেও ভর্তুকি দিতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত